‘৬৯-এর গণঅভ্যুত্থান স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজন

আগের সংবাদ

মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ : জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বেড়েছে, কর্মসংস্থান ও আয় বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের

পরের সংবাদ

বিবাদ মেটাতে বাহরাইনে বসবে ভারত-পাকিস্তান

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : রাজনৈতিক অস্থিরতা ও সন্ত্রাসি হামলার জন্য পাকিস্তান সফরে যেতে চায় না ভারতীয় ক্রিকেট দল। আন্তজাতিক টুনামেন্ট ছাড়া দুদলকে মাঠে পাওয়া মুশকিল। আইসিসি ও এসিসির আসর ছাড়া তাদের লড়াই উপভোগ করতে পারেন না ক্রিকেটপ্রেমীরা। এর আগে ২০০৭ সালে সর্বশেষ দ্বিপাক্ষীক সিরিজ খেলেছিল ভারত ও পাকিস্তান। আর ২০১২ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে লড়াই করেছিল তারা। এরপর থেকে দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না ক্রিকেট বিশ্বের দুই জনপ্রিয় দল। এমনকি পাকিস্তানে ২০২৩ সালের এশিয়া কাপ খেলতে চায় না ভারত। কিছুদিন আগে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ভারতের মাঠে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ খেলতে না চাওয়ার কথা জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই বিবাদ মেটাতে মধ্যপ্রাচ্যের বাহরাইনে বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশের ক্রিকেট বোর্ড। গণমাধ্যমকে এমনটা নিশ্চিত করেছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। মূলত এই সভাটি আয়োজন করা হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে। আগামী ৪ ফেব্রুয়ারি বাহরাইনে বৈঠক করবে বিসিসিআই এবং পিসিবি। এই বিষয় নাজাম শেঠি বলেন, কিছুদিন ধরে এসিসি বোর্ডের বৈঠক হচ্ছে না। এর মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, যার একটিকে আমরা চ্যালেঞ্জ করেছি। তবে খুশির খবর হচ্ছে, একটি বৈঠকের বিষয়ে তাদের রাজি করানো গেছে। আমি সেই বৈঠকে থাকব।
এছাড়া পূর্বঘোষিত সূচি অনুযায়ী ২০২৩ সালে পাকিস্তানেই হওয়ার কথা ছিল এশিয়া কাপের। কিন্তু মাসখানেক আগেই এশিয়া কাপে যেতে আপত্তি জানায় বিসিসিআই’র এক কর্তা। পিসিবির তখনকার চেয়ারম্যান রমিজ রাজাও এ নিয়ে নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়ে দেন। তারপর এ বছরের শুরুতে বিসিসিআইর সেক্রেটারি ও এসিসি প্রেসিডেন্ট জয় শাহ এশিয়ান ক্রিকেটের আগামী দুই বছরের সূচি প্রকাশ করেন সেই সূচিকেও একতরফা বলে আখ্যা দেয় পিসিবি। বর্তমানে পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর থেকেই এই বিষয়টি সুরাহার চেষ্টা করেন নাজাম শেঠি। তার চেষ্টাতেই বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশের ক্রিকেট বোর্ড। এর আগে ২০০৮ সালে শেষ বারের মতো এশিয়া কাপের আয়োজক হয়েছিল পাকিস্তান। পরের বছর সেখানে খেলতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয় শ্রীলঙ্ক। ২০০৯ সালের ৩ মার্চ লাহোরে হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার পথে লঙ্কান ক্রিকেট দলের বাসে হামলা চালায় দুর্বৃত্তরা।
সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা হওয়ার কথা সেদিন। সন্ত্রাসিদের হামলায় বেশ কয়েকজন লঙ্কান ক্রিকেটার আহত হয়েছিলেন। সেই কালো অধ্যায়ের পর টানা ছয় বছর কোনো দেশ পাকিস্তানে খেলতে যায়নি। কিন্তু ঘরের মাঠে ক্রিকেটকে ফেরাতে চেষ্টার কমতি ছিল না পিসিবির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়