প্রধান শিক্ষককে পিটুনি : আ.লীগ নেতাকে দল থেকে অব্যাহতি

আগের সংবাদ

ভোক্তা অধিদপ্তরের মতবিনিময় সভা : আমদানি স্বাভাবিক না থাকলে বাজার নিয়ন্ত্রণ কঠিন হবে

পরের সংবাদ

ভ্রাম্যমাণ আদালত : বাকেরগঞ্জে তিন দোকানদারকে জরিমানা

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাকেরগঞ্জ পৌরসভায় তামাকজাত পণ্য বিক্রয়কেন্দ্রে বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার সকালে সিনেমা হল-সংলগ্ন মার্কেটে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে সোহেল স্টোরকে ১ হাজার টাকা, কবির স্টোরকে ২ হাজার টাকা ও মোস্তফা স্টেশনারি শপকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দোকানের সামনে তামাক কোম্পানির প্রদর্শিত খালি মোড়কের আদলে সাজানো প্যাকেট, ডেস্ক লিফলেট, ডালা প্রদর্শন করা হচ্ছিল।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী তিন দোকানদারকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
তিনি বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রণ) আইন অনুসারে, তামাক পণ্যের বিক্রয়কেন্দ্রে যে কোনো উপায়ে বিজ্ঞাপন নিষিদ্ধ।
অথচ তামাক কোম্পানিগুলো দোকানদারকে আইনের ভুল ব্যাখ্যা দিয়ে অবাধে বিজ্ঞাপন প্রদর্শন করে চলেছে। এরই প্রেক্ষাপটে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়