সমাজকল্যাণমন্ত্রী : ভিক্ষুক নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে মোবাইল কোর্ট

আগের সংবাদ

বৈশ্বিক সংকটে চাপা প্রত্যাবাসন : রোহিঙ্গা শরণার্থী

পরের সংবাদ

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাবি প্রতিনিধি : নির্বাচনী ইশতেহার অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করা এবং চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা করার দাবিতে মানববন্ধন করেছেন চাকরিপ্রত্যাশীরা। গতকাল শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চাকরিতে আবেদনের বয়সবৃদ্ধির পাশাপাশি চাকরি থেকে অবসরের বয়সসীমা বৃদ্ধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল’ কমপেক্স, বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল স্থাপনের দাবি জানান আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীদের হাতে ‘চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি দরকার’, ‘আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন চাই’, ‘চাকরিতে আবেদনের ফি ২০০ টাকা করতে হবে’, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ জরুরি’, ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন চাই, চাকরিতে আবেদনের বয়সসীমা অবিলম্বে ৩৫ চাই’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে বক্তারা পিএসসিসহ সব ধরনের চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিকে যৌক্তিক দাবি ঘোষণা করে প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের এই দাবি দ্রুত মেনে নিয়ে শিক্ষার্থীদের রাজপথ থেকে পড়ার টেবিলে বসার সুযোগ তৈরি করে দেয়ার আহ্বান জানান। এছাড়াও আগামী ২৮ জানুয়ারি শাহবাগে শিক্ষার্থী সমাবেশের ঘোষণা দেন।
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের ঢাবি শাখার আহ্বায়ক মো. সানোয়ারুল হক সনির সভাপতিত্ব ও সদস্য সচিব এ আর খোকনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার, অভিনেতা এবং নির্মাতা সিদ্দিকুর রহমান, সাবেক ফুটবলার ও কোচ রেহানা পারভীন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী
শিক্ষার্থী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক শরিফুল হাসান শুভসহ আরো অনেকে।
সভাপতির বক্তব্যে সানোয়ারুল হক সনি বলেন, আমাদের এই দাবিগুলো দীর্ঘদিনের। এই দাবি শিক্ষার্থীদের বাঁচার দাবি। নির্বাচনী ইশতেহারে আপনারই বলেছিলেন বেকারতের পাশে দাঁড়াবেন। কিন্তু এখন আপনারা আপনাদের কমিটমেন্ট বাস্তবায়ন করছেন না। যৌক্তিকতা থাকা সত্ত্বেও আমাদের দাবিগুলো মানা হচ্ছে না। আমাদের দাবিগুলো মানতে হবে। যুবকদের বাঁচতে দিতে হবে। শরিফুল হাসান শুভ বলেন, আমরা একটি যৌক্তিক দাবি আদায়ের জন্য লাগাতার আন্দোলন করেই যাচ্ছি। আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ চেয়েছি। কিন্তু সেটি দেয়া হচ্ছে না। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে তিনি যেন বিষয়টি নিয়ে ভাবেন। কেননা, এটা নির্বাচনী ইশতেহারেই ছিল।
এ সময় এ আর খোকন বলেন, সরকার তার নির্বাচনী ইশতেহার এখনো বাস্তবায়ন করেনি। সরকারের মেয়াদ শেষের দিকে। নির্বাচনের আগেই চাকরিতে বয়সবৃদ্ধি করতে হবে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তান আর বাংলাদেশ ছাড়া কোনো দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছরে সীমাবদ্ধ নেই। আমরা কেন পাকিস্তানকে ফলো করবো? এছাড়াও আমাদের চাকরিতে নিয়োগের প্রক্রিয়া ধীরগতির। তাই অবিলম্বে আমাদের দাবি মানতে হবে। আমরা আগামী ২৮ জানুয়ারি শাহবাগে সারাদেশের শিক্ষার্থীরা মিলে শিক্ষার্থী সমাবেশ করব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়