আইনমন্ত্রী : মানবাধিকারের উন্নতি হওয়ায় র‌্যাব নতুন নিষেধাজ্ঞায় পড়েনি

আগের সংবাদ

পাহাড়ে সন্ত্রাসী-জঙ্গি একাকার : স্থানীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠীর যোগসাজস, দুর্গম হওয়ায় অভিযান চালানো কঠিন

পরের সংবাদ

নবাবগঞ্জে দ্রুত ভূমিসেবার লক্ষ্যে গণশুনানি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : নবাবগঞ্জ উপজেলায় দ্রুত ও মানসম্পন্ন উপায়ে ভূমিসেবা দেয়ার লক্ষ্যে সেবা গ্রহীতাদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ১০টায় সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) আ. হালিম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে সেবা গ্রহীতাদের অভিযোগ সরাসরি শোনা ও নিষ্পত্তি এবং দ্রুত মানসম্পন্ন সেবা দেয়ার জন্য প্রত্যেকটি সরকারি দপ্তরে গণশুনানি গ্রহণের নির্দেশ দেন। এরই আলোকে ঢাকার জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান প্রতি সপ্তাহের বুধবার তার কার্যালয়ে গণশুনানি করেন। এছাড়াও তিনি প্রতিদিন অসংখ্য সেবাপ্রার্থীর কথা সরাসরি শোনেন এবং তাদের আইনানুগ সেবা ও পরামর্শ দেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সার্বিক দিকনির্দেশনা অনুযায়ী নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান বলেন, সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয়, সরকারি ভূমি অফিসে সঠিক ও দ্রুত সেবা পায় সেই লক্ষ্যে এই গণশুনানির আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়