আইনমন্ত্রী : মানবাধিকারের উন্নতি হওয়ায় র‌্যাব নতুন নিষেধাজ্ঞায় পড়েনি

আগের সংবাদ

পাহাড়ে সন্ত্রাসী-জঙ্গি একাকার : স্থানীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠীর যোগসাজস, দুর্গম হওয়ায় অভিযান চালানো কঠিন

পরের সংবাদ

এবার হাথুরুসিংহে বন্দনায় সুজন

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : গত মাসে ভারতের সঙ্গে বাংলাদেশের সর্বশেষ সিরিজের পরপরই ইমেইলের মাধ্যমে নিজের পদত্যাগের কথা জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। নতুন বছরে এখন পর্যন্ত দল চলছে প্রধান কোচ ছাড়াই। ডমিঙ্গোর পদত্যাগের পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল হাথুরুসিংহে আবারো ফিরছেন প্রধান কোচের পদে। এ ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য না এলেও বিসিবি পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট দলের ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের মতে হাথুরুসিংহে এখন আগের চেয়ে আরো পরিণত।
রাসেলের পদত্যাগের পর অনেকের নাম শোনা গেলেও শ্রীলঙ্কান কোচ হাথুরুর সম্ভাবনাই সবচেয়ে উজ্জ্বল বলে শোনা যাচ্ছে। এর আগে তিনি ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন। পুনরায় তার আগমনের ব্যাপারে গতকাল চট্টগ্রামে খুলনার দলীয় অনুশীলন শেষে বিসিবি পরিচালক সুজন গণমাধ্যমকে বলেন, ‘হাথুরুর ব্যাপারটা আমি নিশ্চিত না। তবে হাথুরু এলে ভালো, ও এখানে কাজ করে গেছে, বাংলাদেশের অনেক ভালো পারফরম্যান্স আছে। আমার বিশ্বাস ও এখন আরো ম্যাচিউরড, আমাদের জন্য ভালো হবে। ও এসে বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছু বদলে দিয়েছিল, পারফরম্যান্সটা ভালো হচ্ছিল। দ্বিতীয়বার আসাটা খারাপ হবে না, আমিও খারাপভাবে নিচ্ছি না। যেহেতু আমাদের উপমহাদেশের মানুষ, আমাদের সম্পর্কে ভালো জানেন, বোঝেন। ওর অভিজ্ঞতা এখন অনেক, সত্যি বলতে গেলে।’
‘হেড অব প্রোগ্রামস’ নামে নতুন পদে ওয়েস্ট ইন্ডিজের সাবেক কোচ ডেভিড মুরকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৫৮ বছর বয়সি এ অস্ট্রেলিয়ান বাংলাদেশ জাতীয় দলকে সহায়তা করবেন বিসিবির হাই পারফরম্যান্স, কৌশল নির্ধারণ ও বাস্তবায়নে। একই সঙ্গে কোচদের ডেভেলপমেন্ট প্রোগ্রামও দেখার কথা এই অস্ট্রেলিয়ানের। তার নিয়োগের ব্যাপারে সুজন বলেন, ‘ডেভিড মুর এসেছে, এটা ভালো, কাজে লাগবে বলে বিশ্বাস করি। প্রোগ্রাম ডেভেলপমেন্টের চিফ হিসেবে এসেছেন, প্রোগ্রাম ডেভেলপ করবেন। আমরা ভালো করছি, ওনার মতো অভিজ্ঞ একজনকে বিসিবির সঙ্গে যুক্ত করা অবশ্যই দলকে আরো সাহায্য করবে। ভালো মুভ এটা, আমাদের জন্য ভালো।’
বাংলাদেশ জাতীয় দলের সাবেক টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামকে নিয়ে সুজন বলেন, ‘বিসিবিতে আমরা চিন্তা করি আমাদের জন্য কোনটা ভালো। আমাদের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য কে ভালো হবে। সেটা যদি হাথুরু হয় বা শ্রীরাম হয়, বা যে কেউ হোক না কেন, বা দুইজন হয় সেটাও ভালো, তিনজন হলেও ভালো। যেটা দেশের জন্য, দলের জন্য ভালো, সেটা চিন্তা করব। যে আসে সে যেন দেশকে সার্ভিস দিতে পারে।
লম্বা সময় যেন কোচিং করাতে পারে, এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়