আইনমন্ত্রী : মানবাধিকারের উন্নতি হওয়ায় র‌্যাব নতুন নিষেধাজ্ঞায় পড়েনি

আগের সংবাদ

পাহাড়ে সন্ত্রাসী-জঙ্গি একাকার : স্থানীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠীর যোগসাজস, দুর্গম হওয়ায় অভিযান চালানো কঠিন

পরের সংবাদ

অপহরণ ও ধর্ষণের পৃথক মামলা : নাটোর ও ঠাকুরগাঁওয়ে ২ জনের যাবজ্জীবন

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : নাটোরের লালপুরে স্কুলছাত্রীকে অপহরণ এবং ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে ধর্ষণের পৃথক দুটি মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব রায় দেয়া হয়। নাটোর থেকে কাগজ প্রতিবেদক ও ঠাকুরগাঁও থেকে প্রতিনিধির পাঠানো খবর-
নাটোর : নাটোরের লালপুরে স্কুলছাত্রী অপহরণ মামলায় গতকাল বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আব্দুর রহমান অভিযুক্ত রনি আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় দেন। রনি লালপুরের কুজিপুকুর গ্রামের আকবর আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
২০১০ সালের ২ ফেব্রুয়ারি কুজিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রীকে স্কুল থেকে তুলে নিয়ে যান রনি আহমেদ। এ ঘটনায় পরদিন ভিকটিমের ভাই রনির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন। এরপর পুলিশ রনি আহমেদকে গ্রেপ্তার করলেও তিনি জামিন পেয়ে আত্মগোপন করেন। গতকাল আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে এক গৃহবধূকে তার স্বামীর বিষয়ে নানা নেতিবাচক কথা বলে ফুঁসলিয়ে ও বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের মামলায় গতকাল বৃহস্পতিবার ফারুক আলম ওরফে ফারুক নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. গোলাম ফারুক।
২০০৭ সালের ১৭ এপ্রিল ধর্ষণের অভিযোগ এনে সদর থানায় এ মামলাটি দায়ের করেছিলেন ভুক্তভোগী নারী। অভিযোগে উল্লেখ করা হয়, ওই নারীর শ্বশুরবাড়ি পৌর শহরের নিশ্চিন্তপুরে ছিল। তার স্বামীর ঘনিষ্ঠ বন্ধু ফারুক ওই নারীকে স্বামীর বিষয়ে বিভিন্ন রকম খারাপ কথা বলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন ফারুক। ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার স্বামীকে তালাক দিয়ে বিয়ের জন্য বললে ফারুক কালক্ষেপণ করতে থাকেন। এ ঘটনার মামলার তদন্তকারী কর্মকর্তা ফারুকের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। যুক্তিতর্ক শুনানি শেষে গতকাল বিচারক মো. ফারুক হোসেনকে যাবজ্জীবন সশ্রম করাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদণ্ড দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়