দুদক মামলা : আদালতে হাজিরা দিলেন আব্বাস দম্পতি

আগের সংবাদ

শিল্প খাতে বাড়ল গ্যাসের দাম > সবচেয়ে বেশি বাড়ছে ক্ষুদ্রশিল্পে, মূল্যস্ফীতির ওপর চাপ বাড়বে : বিশেষজ্ঞদের অভিমত

পরের সংবাদ

সাব-রেজিস্ট্রার না থাকায় জমি মালিকদের ভোগান্তি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি : আদিতমারীতে সাব-রেজিস্ট্রার না থাকায় ভোগান্তি পোহাচ্ছেন জমি মালিকরা। পাশের উপজেলার সাব-রেজিস্ট্রার সপ্তাহে একদিন এসে এখানে অফিস করেন। এই জমি মালিকদের কাজ সম্পাদনে বিলম্ব হচ্ছে। আর সেই সুযোগে ইচ্ছেমতো আদায় করা হচ্ছে ঘুষ। গত সোমবার সকালে আদিতমারী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে গিয়ে দেখা গেল এই চিত্র। এর আগে আদিতমারীতে সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন এ এইচ এস মিরাজ সৌরভ। তিনি গত ১৪ নভেম্বর বদলি হয়ে অন্যত্র চলে যাান। তার জায়গায় আদিতমারীতে এ পর্যন্ত কোনো সাব-রেজিস্ট্রার নিয়োগ দেয়া হয়নি। ফলে জমির দলিল সম্পাদন ও জমিবিষয়ক জটিলতাসহ নানা সমস্যায় ভুগছেন এ উপজেলার জমি ক্রয়-বিক্রয়কারী সাধারণ মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, আদিতমারী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে পাশের উপজেলা কালীগঞ্জের সাব-রেজিস্ট্রার দিয়ে সপ্তাহে একদিন অফিস পরিচালনা করা হচ্ছে। সপ্তাহে একদিন জমির দলিল হওয়ার কারণে বেড়েছে দুর্নীতি ও হয়রানি। সাধারণ জমি ক্রেতা ও বিক্রেতাদের পড়তে হচ্ছে নানা জটিলতায়। যার যেমন ইচ্ছা তেমন উৎকোচ দাবি করা হচ্ছে। কাজ না হলে পড়তে হচ্ছে নানা সমস্যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জমি ক্রেতা ও বিক্রতার সঙ্গে আলোচনা হলে তারা বলেন, এখানে সাব-রেজিস্ট্রার না থাকার কারণে আমাদের দিতে হচ্ছে বাড়তি টাকা।
সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের অফিস সহকারী সবুজ ভোরের কাগজকে বলেন, সপ্তাহে একদিন ‘ধার করা’ সাব-রেজিস্ট্রার দিয়ে দলিল হওয়ার কারণে বেড়েছে দুর্ভোগ। আমাদের রাত পর্যন্ত কাজ করতে হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়