দুদক মামলা : আদালতে হাজিরা দিলেন আব্বাস দম্পতি

আগের সংবাদ

শিল্প খাতে বাড়ল গ্যাসের দাম > সবচেয়ে বেশি বাড়ছে ক্ষুদ্রশিল্পে, মূল্যস্ফীতির ওপর চাপ বাড়বে : বিশেষজ্ঞদের অভিমত

পরের সংবাদ

জাবি প্রেস ক্লাবের নির্বাচন ২২ জানুয়ারি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

নুর হাছান নাঈম, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ২০২৩-২৪ কার্যকরী পরিষদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্রেস ক্লাব কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. শাহেদুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার কামরুল হাসান ও মৃধা মো. শিবলী নোমান। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। বিকাল ৫টায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশিত এবং বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল হবে। আগামী ২২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব কক্ষে সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হবে দুপুর ১২টায়। দুপুর ১টায় ফলাফল ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে জাবি প্রেস ক্লাব যথাসময়ে নির্বাচন করছে। একটি সংগঠনকে চলমান রাখতে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের বিকল্প নেই। গঠনতন্ত্রের ১৭ ধারা অনুযায়ী এবং সদস্যদের আন্তরিক সহযোগিতায় একটি স্বচ্ছ ও স্বাভাবিক নির্বাচন হবে বলে বিশ্বাস করি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়