নিউমার্কেটে সংঘর্ষ : তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

আগের সংবাদ

নামমাত্র প্রস্তুতিতে পাঠদান : বই পায়নি অনেক শিক্ষার্থী > বই, সহায়িকা ছাড়াই শিক্ষকদের প্রশিক্ষণ > নোট-গাইড ছাপার তোড়জোড়

পরের সংবাদ

দ্রুত ঘাস সমস্যা সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হয়েছে ২০১৯ সালের আগস্ট মাসে। ১৭ মাস যাবৎ কাজ চললেও এখনো স্টেডিয়ামের অবস্থা দেখার মতো নয়। এর মধ্যে সবচেয়ে করুণ অবস্থা মাঠের। একপ্রান্তে হালকা ঘাস আছে তো অন্য প্রান্তে আছে শুকনো ঘাস। কোথাও ঘাসের চেয়ে বালির পরিমাণ বেশি। এ সমস্যা সমাধান কে করবে তা নিয়ে বাফুফে ও জাতীয় ক্রীড়া পরিষদের মধ্যে চলছে ঠেলাঠেলি। তবে এ সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন এনএসসি চেয়ারম্যান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
ঘাসের জন্য বরাদ্দ কম হলে সেটা কীভাবে বাড়ানো যায় সেটা দেখা হবে। যৌক্তিকতা থাকলে অন্য খাত থেকে টাকা এনে ঘাস লাগানোর কাজে ব্যবহার করা হবে। এ সমস্যার দ্রুতই সমাধান হবে।’
ঘাস নিয়ে সমালোচনা হয় বিধায় এই কাজটির দায়িত্ব বাফুফেকে দিয়েছিল এনএসসি। বাফুফেও সেটা করতে রাজি হয়েছিল। কিন্তু ঘাসের জন্য অপ্রতুল বরাদ্দের কারণে কাজ করবে না বলে জাতীয় ক্রীড়া পরিষদকে জানিয়ে দিয়েছে বাফুফে। স্টেডিয়াম সংস্কারের বাজেট ৫ কোটি টাকা। বাংলাদেশ পুলিশের মাঠটি যারা করেছে তারা জানিয়েছে এ মাঠে ঘাস লাগাতে খরচ হবে ১৮-২০ লাখ টাকা। কিন্তু মাঠে ঘাস লাগানোর জন্য মাত্র ১২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এ টাকার মধ্য থেকে ভ্যাট কাটা হলে তাকে মাত্র ১০ লাখ টাকা। স্টেডিয়াম মূলত মাঠকে কেন্দ্র করে তৈরি হয়। তাই মাঠের জন্য বেশি বাজেট থাকার কথা। মাঠের জন্য বাজেট কম থাকায় কাজটি এনএসসির হাতেই করাতে চায় বাফুফে। এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক বলেন, ‘এটা আমাদের মৌন প্রতিবাদ। সেটা এই অর্থে যে, বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কারে শত কোটি টাকার কাজ হচ্ছে, অথচ যে মাঠে খেলোয়াড়রা দৌড়াবে, সেখানেই বরাদ্দ এত কম! গ্যালারি, ফ্লাডলাইট এত কিছু করে তাহলে কী লাভ! অন্যান্য সুযোগ-সুবিধার জন্য তো মাঠ নয়।
, মাঠের জন্যই এত আয়োজন। তাই আমরা আজ ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব সাহেবের কাছে বলে দিয়েছি, ৭-৮ লাখ টাকা বড় নয়। বড় হলো, মাঠের ঘাসের জন্য কেন পর্যাপ্ত বরাদ্দ নেই।’
স্টেডিয়াম সংস্কারে সঠিক খাতে সঠিক পরিমাণে বরাদ্দ হয়নি। এমন ক্ষোভ জানিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘যেন শুধু সিলেবাস শেষ করার জন্য কাজটা হচ্ছে। মাঠে ঘাস লাগানোর খরচ বাফুফে করবে না। এটা বাফুফের দায়িত্ব নয়।’ এ কারণে মাঠে ঘাস লাগানোর কাজ তারা করবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এনএসসিকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়