পদ্মা সেতু : মোটরসাইকেল চলাচল চেয়ে হাইকোর্টে রিট

আগের সংবাদ

আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ : বিশ্বকাপে অপ্রতিরোধ্য টাইগ্রেসরা

পরের সংবাদ

আবেগাপ্লুত সানিয়া

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা দুবাই ডিউটি?ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপের পর পেশাদার টেনিসকে বিদায় জানাবেন। এর আগে তিনি অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করবেন। এ টুর্নামেন্ট দিয়েই তার ক্যারিয়ারের শুরু হয়েছিল। তাই এ টুর্নামেন্টে শেষবারের মতো অংশগ্রহণ করার আগে আবেগঘন বার্তা দিয়েছেন এ টেনিস তারকা।
তিনবার করে ডাবলস ও মিক্সড ডাবলসের গ্রান্ডস্ল্যাম বিজয়ী এ তারকা জানিয়েছেন ছয় বছর বয়স থেকেই তার লড়াই শুরু হয়েছিল। কঠিন পরিস্থিতিতে তার পরিবার সব সময় তার পাশে থেকেছে। তাকে স্বপ্ন দেখার সাহস দেখিয়েছে। যারা তার পথচলায় সাহায্য করেছে তাদের প্রত্যেককে তিনি ধন্যবাদ জানিয়েছেন। অনেক বাধা ও প্রতিকূলতা পেরিয়ে তিনি গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন পূরণ করেছিলেন। দুবাইয়ে তাকে শেষবারের মতো টেনিস খেলতে দেখা যাবে আগামী মাসে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সানিয়া লিখেছেন, ‘যখন আমি আমার ক্যারিয়ারের দিকে ফিরে তাকাই, অনুভব করি যে, আমি শুধু গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টে হাফ সেঞ্চুরিই করিনি, এর মধ্যে কয়েকটি জিততেও সক্ষম হয়েছি। দেশের হয়ে পদক জেতা আমার জন্য সবচেয়ে বড় সম্মান। মঞ্চে দাঁড়িয়ে তেরঙ্গাকে সারা বিশ্বে সম্মানিত হতে দেখা আমার জন্য সম্মানের।’
ম্যাচের প্রস্তুতি চলাকালে নিজের ক্যারিয়ারের স্মৃতি রোমন্থন করে আবেগে ভাসছেন সানিয়া। তিনি লিখেছেন, ‘যখন আমি ১৮ বছর পর আমার শেষ অস্ট্রেলিয়ান ওপেন এবং তারপর ফেব্রুয়ারিতে দুবাই ওপেনের জন্য প্রস্তুতি নিচ্ছি, তখন আমার হৃদয় আবেগে পূর্ণ। আমি গর্ববোধ করছি। আমি যা কিছু অর্জন করেছি এবং আমার ২০ বছরের পেশাগত জীবনে যে স্মৃতিগুলো তৈরি করেছি তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হলো আমি যখনই জিতেছি তখনই আমার দেশবাসীর হৃদয়ে আনন্দ দেখেছি।’
এর আগে তিনি গত বছর ইউএস ওপেন খেলে পেশাদার টেনিসকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ইনজুরির কারণে ইউএস ওপেনে তিনি খেলতে পারেননি।
চোটের কারণে বাধ্য হয়ে টেনিস থেকে বিদায় নিতে চান না বিধায় এ বছর অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘ইউএস ওপেনের ঠিক আগে আমি আমার কনুইতে চোট পেয়েছিলাম, তাই আমাকে সবকিছু থেকে সরে আসতে হয়েছিল। সত্যি বলতে, আমি আমার নিজের ইচ্ছেয় কিছু করতে পছন্দ করি। ইনজুরির কারণে বাধ্য হতে চাই না। তাই আমি অনুশীলন করছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়