মির্জা ফখরুল : বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী

আগের সংবাদ

সতর্ক-সংকুলানমুখী মুদ্রানীতি : আমানত সুদের ঊর্ধ্বসীমা প্রত্যাহার > নীতি সুদহার বাড়ল > রেপো সুদহার বেড়েছে ২৫ বেসিস পয়েন্ট

পরের সংবাদ

তেঁতুলিয়ায় ৬.১ ডিগ্রি : রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশে নওগাঁ ও মৌলভীবাজার জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। তবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগরে দুয়েক জায়গায় গুঁড়ি গুঁড়ি/হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গতকাল শনিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর এমন পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিন রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। তবে আগামী পাঁচ দিনের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। গতকাল সন্ধ্যা ৬ পর্যন্ত ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০শতাংশ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় টেকনাফে। সর্বনি¤œ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েক দিন ধরে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, উপজেলার শনিবারের তাপমাত্রা চলতি শীত মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনি¤œ। হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় তেঁতুলিয়ায় শীতের তীব্রতা বেশি থাকে বলে জানান রোকনুজ্জামান। তিনি বলেন, এ মাসের শেষের দিকে উপজেলায় তাপমাত্রা আরো কমবে।

এদিকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সন্ধ্যা হলে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। মধ্যরাত থেকে শুরু হয় ঘন কুয়াশা। অনেক সময় সকালেও ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। কয়েকদিনের তীব্র শীতে ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়