রাষ্ট্রপতির ভাষণের আলোচনায় এমপিরা : শেখ হাসিনার নেতৃত্বে ফের ক্ষমতায় আসার প্রত্যয়

আগের সংবাদ

বরিশালে ড্রেজিং করা বালু ফের নদীতে, খোয়া যাচ্ছে টাকা!

পরের সংবাদ

বিগ ব্যাশ নিয়ে অবস্থান জানালেন রশিদ

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে আগামী মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। তবে দেশটিতে নারী শিক্ষা বন্ধের প্রতিবাদে অজিরা সিরিজ খেলতে অপারগতা প্রকাশ করলে বিগ ব্যাশ খেলা নিয়ে নিজের অবস্থান জানান আফগান স্পিনার রশিদ খান। এর আগে বিগ ব্যাশে না খেলার সিদ্ধান্ত নেন আরেক আফগান পেসার নাভিন উল হক।
সিরিজ বাতিলের কারণে ওয়ানডে সুপার লিগের ৩০ পয়েন্ট পেয়েছে আফগানরা। পয়েন্ট পেলেও সন্তুষ্ট নন রশিদ। ২০১৭ সালে বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে নাম লেখান রশিদ। এরপর থেকে এই টুর্নামেন্টে নিয়মিত খেলে আসছেন তিনি।
তবে জাতীয় দলের ইস্যুতে সেই ধারায় এবার ছেদ পড়তে পারে। সিরিজ বাতিল এবং বিগ ব্যাশে খেলা নিয়ে টুইটারে তিনি বলেন, ‘এটা শুনে আমি সত্যিই হতাশ হয়েছি যে মার্চে খেলতে যাওয়া সিরিজ অস্ট্রেলিয়া বাতিল করেছে। আমি আমার দেশের হয়ে খেলে গর্বিতবোধ করি এবং আমরা বিশ্ব মঞ্চে ভালো করতেছি। সিএ’র সিদ্ধান্ত আমাদের সেই জার্নি পেছে ঠেলে দিচ্ছে। অস্ট্রেলিয়া যদি আফগানিস্তানের বিপক্ষে খেলা বিব্রতকর মনে করে তাহলে আমি বিগ ব্যাশে খেলে কাউকে বিব্রতকর অবস্থায় ফেলতে চাই না। আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবো যে আমি এই টুর্নামেন্টে খেলব কিনা।’
আফগানিস্তানে ক্ষমতার পালাবদলে থমকে গেছে দেশটির নারী ক্রিকেট। শুধু তাই নয়, মেয়েদের উচ্চশিক্ষাও বন্ধ করেছে দিয়েছে তারা। এর আগে ২০২১ সালে হোবার্টে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলেনি অস্ট্রেলিয়া। সিরিজ বাতিল করার বিষয়ে এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ‘স¤প্রতি আফগান ক্ষমতাসীনরা মেয়েদের শিক্ষা, চাকরি এবং পার্ক ও জিমে যাওয়ার ওপর আরো সীমাবদ্ধতা আরোপের করার ঘোষণার পর এসেছে এই সিদ্ধান্ত। আফগানিস্তানসহ পুরো বিশ্বে পুরুষ ও নারীদের খেলার বিকাশের জন্য সমর্থন দিতে সিএ প্রতিশ্রæতিবদ্ধ। দেশটির নারীদের অবস্থার উন্নয়নের অপেক্ষায় আমরা আফগান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাব।’
আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে, অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের ব্যাপারে আইসিসির কাছে নালিশ করবে তারা। খেলার পরিবর্তে রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। এই সিদ্ধান্তের ফলে দুই দেশের সম্পর্কও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে আফগান ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে রশিদের আগেই বিগ ব্যাশ ছাড়ার ঘোষণা দেন আফগান পেসার নাভিন উল হক। অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তকে শিশুসুলভ বলে মন্তব্য করেছেন সিডনি সিক্সার্সের হয়ে খেলা ডানহাতি এই পেসার। তিনি বলেন, ‘এই শিশুসুলভ সিদ্ধান্তগুলো বন্ধ না করা পর্যন্ত বিগ ব্যাশে অংশ না নেয়াই শ্রেয়। এর আগে তারা একমাত্র টেস্ট বাতিল করেছিল, আর এখন করল ওয়ানডে সিরিজ।
যখন একটা দেশের খারাপ অবস্থা চলে তখন যখন আপনাদের সাপোর্টিভ হবার কথা, অথচ আপনারা তাদের কাছ থেকে সুখের একমাত্র উপলক্ষটা ছিনিয়ে নিচ্ছেন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়