সংসদে অর্থমন্ত্রী : গত বছরের ১১ মাসে রেমিট্যান্স এসেছে ১৯.৫৮ বিলিয়ন ডলার

আগের সংবাদ

তারল্য সংকটে বিপাকে ব্যাংক : সংকট উত্তরণে দরকার দৃশ্যমান রাজনৈতিক অঙ্গীকার, এখনই সমাধান না করলে সংকট আরো গভীর হবে

পরের সংবাদ

অরক্ষিত রেলক্রসিং : ট্রেনের ধাক্কায় ৩ অটোরিকশার যাত্রী নিহত

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর (টাঙ্গাইল) থেকে : টাঙ্গাইলের ভূঞাপুরে অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা দুই নারী ও এক শিশু নিহত হয়েছেন। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ট্রেনটি আটকিয়ে রাখে। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ স্থানীয়দের আশ্বাস দিয়ে ঘটনাস্থল থেকে ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে দেয়।
গতকাল বুধবার দুপুরে বঙ্গবন্ধু সেতু-তারাকান্দি রেলপথের উপজেলার ফলদা ইউনিয়নের ঢেপাকান্দি অরক্ষিত রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী আহত হন। আহত পাঁচ জনকে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে হুমায়ন নামক একজনের অবস্থার অবনতি হলে বিকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের আগতেরিল্যা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী লাবনী (৩০) ও একই গ্রামের সনজব আলীর দেড় বছর বয়সি শিশু মেয়ে জান্নাতি এবং অজ্ঞাত এক নারী (৩০)। বিকাল ৫টা পর্যন্ত সময়েও নিহত অজ্ঞাত নারীর পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হচ্ছে- আগতেরিল্যা গ্রামের তুলা মিয়ার ছেলে মো. হুমায়ন (৩৫), সনজব আলীর স্ত্রী সালেহা বেগম (৪০), মোসলেম উদ্দিনের ছেলে মো. নাসির উদ্দিন (৫০) এবং ৩০ বছরের অজ্ঞাত নারী ও তিন বছরের শিশু।
ঢেপাকান্দি গ্রামের আনছার আলী বলেন, রেললাইনের পাশেই ধান ক্ষেতে কাজ করছিলাম। এমন সময় একটি বিকট শব্দ হয়। পরে দেখি জামালপুরগামী একটি ট্রেন অটোরিকশাকে ঠেলে নিয়ে যাচ্ছে। ট্রেনটি প্রায় আধা কিলোমিটার যাওয়ার পর থেমে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারী নিহত হন। এ সময় গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, ঢেপাকান্দি এলাকার রেলক্রসিংয়ের রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেন দেখা যায় না। তাই প্রতিনিয়ত সেখানে দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মো. আব্দুল কাদের জানান, বেলা ১১টা ৫০ মিনিটে ২৫৪ ডাউন লোকাল জামালপুরগামী ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন থেকে রওনা হয়। দুপুর ১২টার দিকে উপজেলার ঢেপাকান্দি নামকস্থানে অরক্ষিত রেলক্রসিংয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।
ভুঞাপুর থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল?স্টেশন থে?কে জামালপুরের দি?কে যাচ্ছিল লোকাল ট্রেনটি। ট্রেনটি উপ?জেলার ঢেপাকান্দি এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হ?ওয়ার সময় অটোরিকশার স?ঙ্গে সংঘর্ষ বাঁ?ধে। এতে ঘটনাস্থ?লে দুই নারী নিহত হন। প?রে হাসপাতা?লে এক শিশু মারা যায়। ট্রেন?টি ঘটনাস্থল ত?্যাগ ক?রে?ছে। রেলও?য়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ কর?বে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়