‘রেজা বাহিনী’ থেকে রেহাই চান হোটেল ব্যবসায়ী

আগের সংবাদ

২৭ দফাই হবে ভোটের ইশতেহার : বিএনপির ‘রাষ্ট্র মেরামতের রূপরেখা’ ঘষামাজার কাজ চলছে > নেয়া হবে সব স্তরের মানুষের মত

পরের সংবাদ

সিইও নয়, বিসিবির সভাপতি হতে চান সাকিব

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলকে আইপিএলের সঙ্গে তুলনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইপিএলের তুলনায় মানের দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে বিপিএল। নানা সমস্যা ও সীমাবদ্ধতায় বিপিএল জর্জরিত। জায়গায় জায়গায় পড়ে আছে অনিয়মের ছাপ। তা দেখে বিপিএলের নবম আসরের পর্দা উন্মোচনের আগেই সাকিব আল হাসান এ টুর্নামেন্টকে ধুয়ে দিয়েছিলেন। তিনি মন্তব্য করেছিলেন এ টুর্নামেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পেলে সব ঠিকঠাক করতে তার সর্বোচ্চ দুই মাস লাগবে।
সত্যিই বিপিএলের সিইওর দায়িত্ব নেয়ার প্রস্তাব এলে সাকিব কী করবেন গতকাল এমন প্রশ্নের সম্মুখীন হন তিনি। উত্তরে তিনি মজার ছলে বলেন, ‘হলে তো প্রেসিডেন্ট হওয়াই ভালো।’
এর আগে গত ৪ জানুয়ারি এক দিনের জন্য গালফ অয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা হয়ে প্রতিষ্ঠানটির অফিসে বসেছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখানে বিপিএল আয়োজনের দায়িত্ব পেলে সাকিব কী করবেন জানতে চাইলে তিনি সোজাসাপটা বলেন, ‘আমাকে যদি সিইওর দায়িত্ব দেয়া হয়, আমার বেশিদিন লাগবে না। সব ঠিক করতে সর্বোচ্চ এক থেকে দুই মাস লাগবে।’ পেশাদারিত্বে বিপিএলকে তিনি ঢাকা প্রিমিয়ার লিগের চেয়েও পিছিয়ে রেখেছিলেন। তিনি বলেছিলেন, ‘একটা যা-তা অবস্থা। এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আরো ভালোভাবে হয়। কারণ, আগে থেকেই দল গোছানোর সুযোগ থাকে। আরো আগে থেকে জানে যে দলটা কী হচ্ছে এবং তারা সেভাবে প্রস্তুতি নিতে পারে।’
সাকিবের এমন মন্তব্যের পর তাকে নিজেদের লোক উল্লেখ করে ইসমাইল বলেছিলেন, ‘একটু আগেও সাকিব আমাদের সঙ্গে কথা বলেছে। এখানে আসার আগে মাশরাফির সঙ্গে কথা বলছিলাম। দেখেন, আমরা সবাই একই পরিবারের। মত ভিন্ন থাকতেই পারে।
সাকিব তো আমাদেরই লোক। পরিবর্তন তো আমরাও চাই। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের অর্থনৈতিক কাঠামোটা কী।’ তিনি আরো যোগ করেছিলেন, ‘আমি তো প্রিমিয়ার লিগে একটা দলের পরিচালক। সেখানে স্পন্সর সর্বোচ্চ আসে ১ কোটি টাকা। আর এখানে একটা থেকেই আসে ৬০ কোটি টাকা। তুলনাটা আসে না তাই।’
দেশে ক্রিকেটের জনপ্রিয়তার উদাহরণ টেনে সাকিব বলেছেন, ‘গ্রামে এমন কোনো প্রত্যন্ত অঞ্চল নেই, যেখানে ক্রিকেট খেলা হচ্ছে না। এমন তো না যে জনপ্রিয়তা নেই। ১৬-২০ কোটি মানুষের একটা দেশে এত পছন্দের একটা খেলা, তার বাজারটা ঠিক হবে না, এটা খুবই দুঃখজনক। মানে আমি অন্তত বিশ্বাস করি না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়