‘রেজা বাহিনী’ থেকে রেহাই চান হোটেল ব্যবসায়ী

আগের সংবাদ

২৭ দফাই হবে ভোটের ইশতেহার : বিএনপির ‘রাষ্ট্র মেরামতের রূপরেখা’ ঘষামাজার কাজ চলছে > নেয়া হবে সব স্তরের মানুষের মত

পরের সংবাদ

সাদ্দাম হোসেন : ছাত্রলীগ দেশব্যাপী স্মার্ট বাংলাদেশের মঞ্চ প্রস্তুত করবে

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাবি প্রতিনিধি : বাংলাদেশের প্রাচীনতম ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, সংগৃহীত রক্ত বিতরণ ও হেলথ ক্যাম্প কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনের সামনে বটতলায় ‘এ বয়স জানে রক্তদানের পুণ্য’ স্লোগানকে সামনে রেখে ও ‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। রক্তদানের এই কর্মসূচিতে চার শতাধিক ব্যাগ রক্ত দান করেছেন দাতারা। এতে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান রক্তদান করেন।
দুপুর দেড়টায় বটতলায় ‘বাংলাদেশ ছাত্রলীগ : মানবতায় অগ্রদূত’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন, শহীদ বুদ্ধিজীবী কন্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। তিনি উপলব্ধি করেছিলেন মায়ের গর্ভে যেমন সন্তানের জন্ম হয় ঠিক তেমনি বঙ্গবন্ধু তার মূল সংগঠন আওয়ামী লীগের জন্মের এক বছর পূর্বে ছাত্রলীগের জন্ম দিয়েছিলেন। তিনি জানেন, ছাত্রলীগ যারা করবে তাদের মন অনেক উদার, তাদের কোনো লোভ লালসা ছিল না, তারা দেশ ও জাতির কল্যাণে রক্ত ঢেলে দিতে পারে। ছাত্রলীগের ইতিহাসের ধারাবাহিকতায় আমরা অনেক দূর এগিয়েছি। এই ধারা অব্যাহত থাকুক।
এ সময় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার অনুষ্ঠানে অনাকাক্সিক্ষত ঘটনাকে উপজীব্য করে যারা রাজনীতি করার চেষ্টা করছে তাদের হুঁশিয়ারি করে সাদ্দাম হোসেন বলেন, আমাদের ওপর যতবারই আঘাত আসবে, ছাত্রলীগ দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরে আসবে। আজকে যারা আমাদের অনাকাক্সিক্ষত ঘটনাকে উপজীব্য করে রাজনীতি করার চেষ্টা করছেন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে, ছাত্রলীগ স্মার্ট বাংলাদেশের মঞ্চ গোটা বাংলাদেশে প্রস্তুত করবে।
আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয়ে ‘কনসার্ট ফর স্মার্ট বাংলাদেশ’-এর কথা উল্লেখ করে তিনি আরো বলেন, তরুণ প্রজন্মের জন্য আমাদের উপহার রয়েছে- ‘কনসার্ট ফর স্মার্ট বাংলাদেশ’। এটি দেশব্যাপী অনুষ্ঠিত হবে। জর্জ হ্যারিসনের ‘কনসার্ট ফর বাংলাদেশ’ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যেমনি বিজয়ী করেছে ঠিক তেমনি ‘কনসার্ট ফর স্মার্ট বাংলাদেশ’ আগামী নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিজয়কে নিশ্চিত করবে বলে উল্লেখ তিনি।
এ সময় বছরজুড়ে দেশব্যাপী এই রক্তদান কর্মসূচি চলমান থাকবে উল্লেখ করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, রক্তদান কর্মসূচি বছরজুড়ে দেশব্যাপী বিভিন্ন ইউনিটে চলমান থাকবে। আমরা এই বছর কয়েক হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করব এবং সারাদেশের মানুষের মধ্যে বিতরণ করব যাতে বাংলার ৫৬ হাজার বর্গমাইলের প্রতি ইঞ্চিতে ছাত্রলীগের মানবতার জয়গান ছড়িয়ে দিতে পারি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়