‘রেজা বাহিনী’ থেকে রেহাই চান হোটেল ব্যবসায়ী

আগের সংবাদ

২৭ দফাই হবে ভোটের ইশতেহার : বিএনপির ‘রাষ্ট্র মেরামতের রূপরেখা’ ঘষামাজার কাজ চলছে > নেয়া হবে সব স্তরের মানুষের মত

পরের সংবাদ

কাপ্তাইয়ে বিস্ফোরণ : বাবা-ছেলে নিহতের ঘটনা তদন্তে মাঠে একাধিক সংস্থা

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মাহফুজ আলম, কাপ্তাই (রাঙ্গামাটি) থেকে : কাপ্তাইয়ে বাদশা মিয়ার টিলায় বিস্ফোরণে দুজন নিহত হওয়ার ঘটনার কারণ জানতে তদন্তে নেমেছে একাধিক সংস্থা। গতকাল সোমবার সকাল থেকে ঘটনাস্থলে যান পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যরা। তারা জানান, পরীক্ষা-নিরীক্ষার পরে নিশ্চিত হওয়া যাবে বিস্ফোরিত বস্তুটি কী ছিল। 
কাপ্তাই উপজেলাধীন বাদশা মিয়ার টিলা নামক স্থানের একটি বাড়িতে গত রবিবার সন্ধ্যায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গৃহকর্তা ইসমাইল হোসেন (৪৫), ছেলে রিফাত (৭) নিহত হয়েছেন। গুরুতর আহত হন ইসমাইলের স্ত্রী সকিনা বেগম (৩৫)। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে স্থানীয়দের ধারণা বিস্ফোরিত বস্তুটি গ্রেনেড বা বোমাজাতীয় কিছু হতে পারে; কেননা, জঙ্গল থেকে কুড়িয়ে পাওয়া একটি বস্তু রান্নাঘরের চুলার পাশে রাখা হয়েছিল। আগুনের তাপে সেটি বিস্ফোরিত হয়।
এ ব্যাপারে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. শাহিনুর রহমান শাহিন জানান, বিষয়টি স্পর্শকাতর নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে এর আসল ঘটনার বিস্তারিত জানা যাবে। বর্তমানে বিস্ফোরক বিশেষজ্ঞ টিম কাজ করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়