প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলা

আগের সংবাদ

গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়নি : অনিশ্চয়তায় ২১ হাজার শিক্ষার্থী

পরের সংবাদ

ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো অযৌক্তিক : ড. এম শামসুল আলম. জ¦ালানি বিশেষজ্ঞ

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : জ¦ালানি বিশেষজ্ঞ ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. এম শামসুল আলম মনে করেন, খুচরা বা ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি ১ টাকা ২১ পয়সা বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি যে সুপারিশ করেছে তা অযৌক্তিক।
গতকাল রবিবার সন্ধ্যায় তিনি ভোরের কাগজকে বলেন, এই মুহূর্তে পাইকারি ও খুচরা কোনো পর্যায়েই বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন নেই। তারপরও ভর্তুকি কমানোর কথা বলে দফায় দফায় তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। এমনিতেই মানুষ চারদিক থেকে আর্থিক সংকটে আছে। এর মধ্যে দাম বাড়ানো হলে সমাজের সব স্তরে জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়বে। জিনিসপত্রের দাম আরো এক দফা বাড়বে। মোট কথা, সাধারণ মানুষের পকেট থেকেই সরকার বিদ্যুতের বাড়তি দাম আদায় করবে।
তিনি বলেন, এর আগে পাইকারিতে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত সঠিক হয়নি। তখন আমরা এর বিরোধিতা করেছিলাম। পাইকারি নতুন দাম গত ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বিতরণ কোম্পানিগুলো লোকসান দেখিয়ে খুচরা পর্যায়ে দাম বাড়ানোর আবেদন করে। তাদের আবেদনের প্রেক্ষিতে বিইআরসির কারিগরি কমিটি এখন খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সুপারিশ করেছে। অর্থনৈতিক সংকট মেটাতে সরকার বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে ঋণ নিচ্ছে। সব দাতা সংস্থাই জ¦ালানি খাতে সরকারের ভর্তুকি কমানোর পরামর্শ দিয়েছে। সরকার একের পর এক পরামর্শ বাস্তবায়ন করছে।
ড. শামসুল আলম আরো বলেন, জ¦ালানি খাতে অব্যবস্থাপনা, ভুলনীতি, দুর্নীতি, অপচয় ও অদক্ষতার কারণে বিদ্যুতের উৎপাদন খরচ বেড়েই চলেছে। এইসব বিষয়ে সরকারের কোনো খেয়াল নেই। যদিও আমরা বার বার ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ জানিয়েছি। কিন্তু কেউ তাতে কর্ণপাত করেনি। আমি আবারো বলবো, বিদ্যুতের দাম বাড়ানো কোনোভাবেই যৌক্তিক হবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়