কুমিল্লাকে হারের স্বাদ দিল রংপুর

আগের সংবাদ

বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য বাড়ানোয় জোর প্রধানমন্ত্রীর

পরের সংবাদ

রাজশাহীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩০ জন

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার সকাল থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে এ ৩০ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বোয়ালিয়া মডেল থানা পুলিশ চারজন, রাজপাড়া থানা ছয়জন, চন্দ্রিমা থানা দুজন, মতিহার থানা তিনজন, কাটাখালী থানা দুজন, বেলপুকুর থানা একজন, শাহ মখদুম থানা তিনজন, পবা থানা দুজন, কাশিয়াডাঙ্গা থানা চারজন ও দামকুড়া থানা তিনজনকে আটক করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মধ্যে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি। আর ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে মাদকদ্রব্যসহ। এছাড়া অন্যান্য অপরাধে গ্রেপ্তার হয়েছেন পাঁচজন।

আরএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) রফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় এটি পুলিশের নিয়মিত অভিযান। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়