কুমিল্লাকে হারের স্বাদ দিল রংপুর

আগের সংবাদ

বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য বাড়ানোয় জোর প্রধানমন্ত্রীর

পরের সংবাদ

পানির অপচয় এবং চুরি রোধ : অটোমেশনের আওতায় আসছে চট্টগ্রাম ওয়াসা

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : পানির অপচয় এবং চুরি রোধে অটোমেশনের আওতায় আসছে চট্টগ্রাম ওয়াসা। সিস্টেম লস কমিয়ে গ্রাহকদের পানি সরবরাহ ও বিলিং পদ্ধতি আধুনিক করতে এ পদক্ষেপ নিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। প্রাথমিক পর্যায়ে আগামী ফেব্রুয়ারিতে চান্দগাঁও এলাকায় ৩ হাজার স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হবে।
সূত্র জানায়, চট্টগ্রাম ওয়াসার দৈনিক পানি উৎপাদন ক্ষমতা এখন প্রায় ৫০ কোটি লিটার। এর মধ্যে প্রায় ২৫ শতাংশ অপচয় হয় সিস্টেম লস বা ননরেভিনিউ খাতে। লিকেজের কারণে পানি চুরিও হয়। ২০২০ সালে চট্টগ্রাম ওয়াসার এক তদন্তে উঠে আসে, লিকেজ সমস্যার কারণে উৎপাদিত পানির ৩ দশমিক ৮৯ শতাংশ অপচয় হয়। বর্তমানে চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ এলাকায় পানি সরবরাহ করে ওয়াসা। পানির অপচয় রোধ করা গেলে নগরীর প্রায় শতভাগ এলাকায় পানি সরবরাহ করা সম্ভব বলে মত সংশ্লিষ্টদের। এ অবস্থায় দীর্ঘদিনের সংকট কাটাতে বিলিং সিস্টেমকে অটোমেশন করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়াও শুরু করেছে। পাইলট প্রকল্পের আওতায় আগামী ফেব্রুয়ারিতে নগরীর চান্দগাঁও এলাকায় বসছে ৩ হাজার পিওর আল্ট্রাসনিক ডিজিটাল মিটার। চট্টগ্রাম ওয়াসা অটোমেশন শুরুর চিন্তা থেকে ২০১৯ সালে অ্যানালগ ও ডিজিটাল- দুটি ডিভাইস সংযুক্ত করার পরিকল্পনা করে। কিন্তু ক্যাবল কাটা পড়লে সমস্যা হতে পারে বিধায় বিলিং সিস্টেম পরিচালনায় সম্পূর্ণ ডিজিটাল ডিভাইস খুঁজছিল কর্তৃপক্ষ। ২০২০ সালের শুরুর দিকে নগরীর লালখানবাজার এলাকার হাইলেভেল রোড ও বাঘঘোনায় পরীক্ষামূলকভাবে বসানো হয় ৫টি স্মার্ট মিটার। এক বছরের ব্যবহারে এসব মিটারের সুফল পাওয়ায় পাইলট প্রকল্প নেয়ার সিদ্ধান্ত নেয় ওয়াসা। পরবর্তীতে ২০২২ সালের ১১ জানুয়ারি ডিজিটাল মিটারের ব্যাপারে দরপত্র আহ্বান করা হয়। এরপর যাচাই-বাছাই শেষে বিদেশি একটি প্রতিষ্ঠানকে দেয়া হয় কার্যাদেশ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক পরীক্ষিত নির্ধারিত মানের মিটার তৈরির জন্য সময় দেয়া হয় প্রতিষ্ঠানটিকে। চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, ৩ হাজার স্মার্ট মিটার বসানোর জন্য বিদেশি একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে কাজ শুরু করবে তারা।
প্রথমে পাইলট প্রকল্প হিসেবে এই ৩ হাজার মিটার চান্দগাঁও এলাকায় বসানো হবে। এরপর ধীরে ধীরে ওয়াসার পুরো পানি সরবরাহ সিস্টেম হবে ডিজিটাল। শুরুতে নগরীর চান্দগাঁও এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের বিলের হিসাব করা হবে ডিজিটাল এসব মিটারে। অনলাইনে এসব মিটারের বিল দেয়া যাবে।
পাইলট প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হলে এরপর পর্যায়ক্রমে সব সংযোগকে এর আওতায় আনা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়