কুমিল্লাকে হারের স্বাদ দিল রংপুর

আগের সংবাদ

বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য বাড়ানোয় জোর প্রধানমন্ত্রীর

পরের সংবাদ

তেঁতুলিয়ায় দেশের প্রথম ক্যাশলেস ইউপি সেবা কার্যক্রমের উদ্বোধন 

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : দেশের প্রথম ইউনিয়ন পরিষদ হিসেবে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়ন পরিষদে চালু হয়েছে ক্যাশলেস সেবা কার্যক্রম। গত শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। 
জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউপি সচিব হারুন অর রশিদ। ক্যাশলেস সেবা কার্যক্রমের বিষয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মণ্ডল, ভজনপুর ইউপি চেয়ারম্যান মসলিম উদ্দিন, তেঁতুলিয়া সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  
বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের অনলাইন সেবা কার্যক্রমের মধ্যে নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্সসহ প্রায় ২০ প্রকার সেবা দেয়া হয়ে থাকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়