কুমিল্লাকে হারের স্বাদ দিল রংপুর

আগের সংবাদ

বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য বাড়ানোয় জোর প্রধানমন্ত্রীর

পরের সংবাদ

আবাহনীকে রুখে দিল পুলিশ

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৮, ২০২৩ , ২:১৯ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনীর সময়টা ভালো যাচ্ছে না। নবাগত ফর্টিস ফুটবল ক্লাবের বিপক্ষে ১-১ গোলে ড্র করে লিগ শুরু করেছিল আকাশি-নীল জার্সিধারীরা। পরের দুই ম্যাচে রহমতগঞ্জকে ২-১ ও মুক্তিযোদ্ধাকে ৩-২ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছিল। তবে গতকাল চতুর্থ ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে গোলশূন্য ড্র ফের পয়েন্ট হারিয়েছে।
এই ড্রয়ে বসুন্ধরা কিংসের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে আবাহনী। ৪ ম্যাচে বসুন্ধরা কিংস ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে ঢাকা আবাহনীর পয়েন্ট ৮।
১২ মিনিটে বক্সের বাইরে থেকে পুলিশের ফুটবলার রবিউলের স্পট কিক বক্সে পেয়ে হেড নিয়েছিলেন তার সতীর্থ। বল গ্রিপ করে দলকে রক্ষা করেন আবাহনীর গোলরক্ষক শহীদুল আলম সোহেল। ৪৩ মিনিটে প্রায় মাঝ মাঠ থেকে পুলিশের মালিকভের লং পাস বক্সের ডান প্রান্ত থেকে জোরালো ক্রস করেছিলেন জিয়া।
গোল লাইনের কাছ থেকে দারুণ দক্ষতায় বল ক্লিয়ার করেন আবাহনীর ডিফেন্ডার রেজা। প্রথমার্ধের শেষ মিনিটে সব থেকে বড় সুযোগটি হাতছাড়া করে পুলিশ ফুটবল ক্লাব। ড্যানিয়েল কলিন্ড্রেসের কাছ থেকে বল কেড়ে নিয়ে আবাহনীর বক্সে ঢুকে পড়েন মরিও। ডান প্রান্ত থেকে দারুণ একটা বল বানিয়ে দিয়েছিলেন তিনি। শুধু ফাইনাল টাচ দিতে পারলেই গোল নিশ্চিত ছিল। প্রথমার্ধে অন্তত দুটি গোলের সুযোগ হাতছাড়া করে ঢাকা আবাহনীও।
৫৯ মিনিটে ডান প্রান্ত থেকে কলিন্ড্রেসের কর্নার থেকে উড়ে আসা বল পোস্টের কাছ থেকে হেড নিয়েছিলেন বদলি ফুটবলার এলিটা কিংসলে। সেটিও চলে যায় পোস্টের বাইরে। আবাহনীর আরো একটি সহজ সুযোগ নষ্ট হয়। ৮৯ মিনিটে বক্সের সামান্য দূরেই ফ্রি-কিক পায় পুলিশ।
মালিকভের স্পট কিক ফিরিয়ে দেন শহীদুল আলম সোহেল। ৯০+১ মিনিটে বা প্রান্ত থেকে ফয়সাল আহমেদ ফাহিমের জোগান দেয়া বল বক্সে পেয়ে ডান পায়ে শট নেন ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন। বল চলে যায় মাঠের বাইরে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এর আগে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে আবাহনীর কাছে হেরে যায় পুলিশ।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জ ১-০ গোলে হারিয়েছে উত্তরার আজমপুর ফুটবল ক্লাবকে। ৭৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন কলোম্বিয়ান ফরোয়ার্ড ভ্যালেন্সিয়া। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে অষ্টম স্থানে রহমতগঞ্জ। এ নিয়ে তিন ম্যাচের সবকটিই হেরেছে আজমপুর ফুটবল ক্লাব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়