৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংসদ অধিবেশন

আগের সংবাদ

চ্যালেঞ্জ অনেক, প্রত্যয়ী আ.লীগ : অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা > সরকারের উন্নয়ন তুলে ধরা ও অপপ্রচারের জবাব দেয়া

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার হরিপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী। উপজেলার ধীরগঞ্জ বাজারের মেসার্স আখি ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং একই বাজারের মেসার্স মনিরুজ্জামান ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক।

শীতবস্ত্র বিতরণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : নর্থ সাউথ ইউনিভার্সিটির আয়োজনে ও নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সহযোগিতায় গতকাল শুক্রবার সকালে দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৌর এলাকার দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির ম্যানেজম্যান্ট বিভাগের প্রভাষক ও সংগঠনের ফ্যাকালটি এডভাইজার মেজবা উদ্দিন চৌধুরী এ শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর রেজানুর তালুকদার রাজিব, ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, এডভোকেট উৎপল কুমার বাগচী, থানার এসআই নিয়ামান নাসির, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবম আবু আব্দুল্লাহ প্রিন্স, সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদসহ নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সদস্যরা। এদিন এলাকার ৮০০ কম্বল ও শীতবস্ত্র এলাকার দরিদ্র শীতার্তদের মাঝে বিতরণ করা হয়।

ক্রীড়া প্রতিযোগিতা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :  রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় ইংরেজি নববর্ষ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমপাড়া মাঠ প্রাঙ্গণে কার্বারী বিজয় কুমার চাকমার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের সাবেক কর্মকর্তা অনুপ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি ফরিদ আহমদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শান্তি রঞ্জন চাকমা, শিক্ষক মেসাও মুরং, সমাজ সেবক নিশি কুমার চাকমা, ইন্দ্র কুমার চাকমা, শিশু কুমার চাকমা, কাইলা বলি চাকমা, ভগিরত চাকমা, শিশু কুমার চাকমা, অশ্বিনী কুমার চাকমা, ল²ী কুমার চাকমা, রাজ কুমার চাকমা, দেব রঞ্জন চাকমা, হেম রঞ্জন চাকমা প্রমুখ। 

স্কাউট গ্রুপের দীক্ষা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ড ডিগ্রি কলেজের রোভার স্কাউটের উদ্যোগে তাঁবুজলসা ও দীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ অনুষ্ঠানে রোভার সহচর ও সদস্যরা তাঁবুজলসার মাধ্যমে স্কাউটের ঐতিহ্যবাহী অগ্নি প্রজ্জ্বলন, নাচ-গান ও কৌতুক পরিবেশন করেন। কলেজের আরএসএল মো. আবুল হাশেমের সঞ্চালনায়, রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুসার সভাপতিত্বে দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন। উদ্বোধন করেন সীতাকুণ্ড ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুণ্ড ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কিশোয়ার মো. বেদারুল আলম প্রমুখ।

ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : ভেড়ামারায় ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুরুল আমীন, ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম, ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান প্রমুখ। টুর্নামেন্টে ৮টি দল অংশ নিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়