৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংসদ অধিবেশন

আগের সংবাদ

চ্যালেঞ্জ অনেক, প্রত্যয়ী আ.লীগ : অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা > সরকারের উন্নয়ন তুলে ধরা ও অপপ্রচারের জবাব দেয়া

পরের সংবাদ

মানসিক বিপর্যয় ও আত্মহত্যার গল্প

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাকার মঞ্চে ফিরেছে সৈয়দ জামিল আহমেদ নির্দেশিত মঞ্চনাটক ‘৪.৪৮ মন্ত্রাস’। এই নাটকে প্রধান চরিত্র রূপায়ণ করছেন মহসিনা আক্তার। নাটকে বিষণ্নতায় ভুগতে থাকা এক তরুণ শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন তিনি, যার মনস্তত্ত্বে জন্ম নেয়া হতাশাকে উপজীব্য করেই গড়ে উঠেছে নাটকটির কাহিনী। এর আগে জামিল আহমেদের নির্দেশনায় ‘রিজওয়ান’, ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ এবং ‘বিস্ময়কর সবকিছু’ নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মহসিনা।
ব্রিটিশ নাট্যকার সারাহ কেইনের লেখা নাটকটি অনুবাদ করেছেন শাহমান মৈশান ও শরীফ সিরাজ। নির্দেশনা দিয়েছেন ড. সৈয়দ জামিল আহমেদ। বৃহস্পতিবার সন্ধ্যায় নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দ্বিতীয় দফায় প্রথম প্রদর্শনী হয় ‘স্পর্ধা : ইনডিপেনডেন্ট থিয়েটার কালেক্টিভ’ প্রযোজিত নাটকটির। এই নাট্যের বিষয়বস্তুর কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক তরুণ শিল্পী, যার মনস্তত্ত্বে প্রবলভাবে বিরাজমান বিষণ্নতা! কারণ সমাজে ব্যাপকভাবে ঘটে যাওয়া সহিংসতার সাক্ষী হয়েছিলেন তিনি। ধর্ষণ থেকে শুরু করে ও যৌন নিপীড়ন, খুন, অপমৃত্যু, নির্যাতন, ধর্মীয় সহিষ্ণুতা এবং সমাজের বিশৃঙ্খল অনিশ্চয়তা প্রভাব ফেলেছে তার মানসিকতায়।
২০২০ সালের মার্চে নাটকটি নিয়ে কাজ শুরু হয়; তখন করোনা মহামারির কারণে কাজ কিছুটা থমকে গেলেও অনলাইনে চলে মহড়া। ওই বছরের ডিসেম্বরে অর্ধেক আসন খালি রেখে কোভিডবিধি মেনে নাটকটির টানা ১৭টি প্রদর্শনী হয়। স্পর্ধার প্রতিষ্ঠাতা সদস্য ও নাটকটির অভিনয় শিল্পী মহসিনা আক্তার বলেন, ‘তখন অনেকেই কোভিড পরিস্থিতির কারণে নাটকটি দেখতে পারেননি। তাদের কথা বিবেচনা করেই মূলত নাটকটি ফের মঞ্চায়ন হচ্ছে। নাটকটি এরপর আর মঞ্চে নাও আসতে পারে।’
গত ১৭ নভেম্বর থেকে নাটকটির মহড়া শুরু করে স্পর্ধার সদস্যরা। এর আগে গত ৮ ডিসেম্বর আইসিডিডিআর,বির আমন্ত্রণে একটা সফল মঞ্চায়নও করেছে তারা। ৫-১৩ জানুয়ারি টানা প্রদর্শনী নাটকটির। স্পর্ধা জানিয়েছে, ‘শুক্র ও শনিবার (৬ ও ৭ জানুয়ারি) প্রতিদিন বিকাল ৪টা ও সন্ধ্যা ৭টায়; ৯ থেকে ১২ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা ৭টায় এবং ১৩ জানুয়ারি বিকাল ৪টা ও সন্ধ্যা ৭টায় সমাপনী মঞ্চায়ন হবে। এ নাটকের অগ্রিম টিকেট বিক্রিও চলছে। টিকেটের দাম ধরা হয়েছে ৫০০ ও ১ হাজার টাকা। থিয়েটারকর্মী ও শিক্ষার্থীদের জন্য ৩০০ টাকা।’
মহসিনা আক্তার বলেন, ‘৪.৪৮ মন্ত্রাস’ এই সময়ে ব্যাপকভাবে প্রাসঙ্গিক। এটি মনোবৈকল্যর কথা বলে। এর কারণগুলো চিহ্নিত করে। সামাজিক অস্থিরতা কীভাবে একজন মানুষকে মানসিক বিপর্যয়ের দিকে নিয়ে যায়, তা তুলে ধরে। আমাদের শহরে খেয়াল করলেই দেখবেন, আমরা অধিকাংশ মানুষই ডিপ্রেশনে ভুগছি, আত্মহত্যা বাড়ছে। কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা খুব কম চিন্তা করি। আমাদের থেকে আলাদা বৈশিষ্ট্যের মানুষ হলেই আমরা তাকে পাগল সাব্যস্ত করি। এই যে নিষ্ঠুরতা, গ্রহণ করতে না পারা- এগুলোর পরিবর্তন প্রয়োজন। মানসিক স্বাস্থ্য নিয়ে চিকিৎসার উন্নয়ন প্রয়োজন।’
নাটকটির নির্দেশনা এবং মঞ্চ, আলো পরিকল্পনা ও সংগীত নির্বাচন করেছেন সৈয়দ জামিল আহমেদ। ড্রামাটার্গ ও পোশাক পরিকল্পনা করেছেন মহসিনা আক্তার। সহ-নির্দেশক হিসেবে আছেন সোহেল রানা। পোস্টার ডিজাইন করেছেন সব্যসাচী হাজরা। দ্রব্যসামগ্রী সাক্ষ্য শহীদ ও মুরতাজা যুবাইর। আলোক প্রক্ষেপণে আছেন পলাশ হেনড্রি সেন, পাপেট নির্মাণ তানজি কুন। নাটকটিতে মহসিনা আক্তার ছাড়াও অভিনয় করবেন বুড়ী আলী, সোহেল রানা, শারমিন আক্তার শর্মী, সরওয়ার জাহান উপল, মুরতাজা যুবাইর, ইরফান উদ্দিন, তানভীর আহমেদ ও হাসান মুহাম্মদ তাবিন।
২০১৮ সালের ১২ সেপ্টেম্বর সৈয়দ জামিল আহমেদের নেতৃত্বে ‘স্পর্ধা : ইনডিপেনডেন্ট থিয়েটার কালেক্টিভ’ নামের এই পেশাদার নাট্যদলটি গঠিত হয়। স্পর্ধা ইতোমধ্যে মঞ্চে এনেছে শহিদুল জহিরের ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’, ‘বিস্ময়কর সবকিছু’ এবং ‘৪.৪৮ মন্ত্রাস’। স্পর্ধা এবার নীলিমা ইব্রাহিমের ‘আমি বীরাঙ্গনা বলছি’ ও কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ মঞ্চায়নের পরিকল্পনা করছে।
:: হেমন্ত প্রাচ্য

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়