৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংসদ অধিবেশন

আগের সংবাদ

চ্যালেঞ্জ অনেক, প্রত্যয়ী আ.লীগ : অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা > সরকারের উন্নয়ন তুলে ধরা ও অপপ্রচারের জবাব দেয়া

পরের সংবাদ

মঠবাড়িয়া : সাংবাদিকের ওপর হামলাকারী গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : মঠবাড়িয়ায় সাংবাদিক জামাল হোসেন আকনের ওপর হামলার ঘটনায় সেকান্দার বেপারীকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া থানার এসআই নূর আমীন ও এএসআই হুমায়ুন কবির সুমন অভিযান চালিয়ে পৌর শহর থেকে তাকে গ্রেফতার করেন। সেকান্দার পৌরসভার ১নং ওয়ার্ডের সত্তার বেপারীর ছেলে। জামাল হোসেন মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, গত বছরের ৭ নভেম্বর দুপুরে সেকান্দার ও তার বাহিনীর সদস্যরা প্রতিবেশী ইব্রাহীমের বসতঘরের সামনে জমি দখল করে একটি ঘর তোলার সময় সাংবাদিক জামাল ও সোহেল ঘটনাস্থলে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতি ভিডিও করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় রতন, সেকান্দার, কালাম, মনু বেপারীসহ অজ্ঞাত আরও ২-৩ জন জামালের ওপর হামলা চালায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়