৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংসদ অধিবেশন

আগের সংবাদ

চ্যালেঞ্জ অনেক, প্রত্যয়ী আ.লীগ : অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা > সরকারের উন্নয়ন তুলে ধরা ও অপপ্রচারের জবাব দেয়া

পরের সংবাদ

বিপিএলে সাকিবকে সিইও হওয়ার আমন্ত্রণ

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের শেষ নেই। আসর মাঠে গড়ানোর আগে নানা অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করেছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। দায়িত্ব পেলে মাত্র দুই মাসে সব সমস্যার সমাধান করতে পারবেন বলে জানিয়েছেন এ অলরাউন্ডার। সেসব সমালোচনার জবাব দিয়ে সাকিবকে আগামী আসরে প্রধান নির্বাহী (সিইও) হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। গতকাল বিপিএলের নানা ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন করেন আয়োজকরা। সেখানে বিপিএল গভর্নিং বডির প্রধান শেখ সোহেল সাকিবকে এ আমন্ত্রণ জানান।
‘আমি বিপিএলের সিইও (প্রধান নির্বাহী) হলে এক থেকে দুই মাসে সব ঠিক করে দিতাম’- টুর্নামেন্টের অনিয়ম ও অব্যবস্থাপনা আর মান নিয়ে চরম অসন্তুষ্ট দেশসেরা তারকা সাকিব আল হাসানের এমন মন্তব্যে তোলপাড় সারা দেশে।
সাকিবের সঙ্গে সুর মিলিয়ে কথা বলেছেন দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। এই দুই দেশবরেণ্য ক্রিকেটার যখন বিপিএলের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং বিপিএলকে উন্নত করার জোর তাগিদ দেন; তখন বুঝতে বাকি থাকে না, সত্যিই বিপিএলের মান অনেক নিচে চলে গেছে।
সাকিব ও মাশরাফির বক্তব্য কীভাবে নিচ্ছে বিসিবি? সমালোচনার জবাবে গত বৃহস্পতিবার দু-চার কথায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
বলেছিলেন, ‘সাকিব কোন প্রেক্ষাপটে অমন মন্তব্য করেছেন, তা আগে জানতে হবে। আর বোর্ডের সীমাবদ্ধতার কথা সম্ভবত জানেন না সাকিব। তাহলে হয়তো এভাবে বলতেন না।’
বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল আর সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক গতকাল সাকিবের মন্তব্য নিয়ে আরো প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সিলেট স্ট্রাইকার্স আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচ শেষে শেরে বাংলায় সাংবাদিকদের সঙ্গে আলাপে বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান শেখ সোহেল জানান, তারা সাকিবের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। তার ভাষায়, ‘সাকিব যদি খেলা ছেড়ে আগামী বছর বিপিএলে কাজ করতে চান, তাহলে আমাদের সিইও হিসেবে কাজ করতে পারেন। আমরা তাকে স্বাগত জানাব।’
সাকিবের মন্তব্য বিসিবির জন্য অস্বাচ্ছন্দ্যের কিনা এমন প্রশ্নে মল্লিক বলেছেন, ‘এটা আসলে কোনো অস্বাচ্ছন্দ্য না। একটু আগেও সাকিব আমাদের সঙ্গে কথা বলছিল। মাশরাফির সঙ্গেও কথা বলছিলাম। দেখেন আমরা সবাই একই পরিবারের লোক। মত ভিন্ন থাকতেই পারে।’
সাকিব ও মাশরাফির মতো বর্তমানে খেলছেন এমন তারকারা টুর্নামেন্টকে নিয়ে প্রশ্ন তুলতে পারেন কিনা জানতে চাওয়া হলে মল্লিক বলেন, ‘কেউ যদি বলে বলতেই পারে। আপনি যে প্রশ্ন করেছেন যে হ্যাঁ; আমি তো দেখি সাকিব প্রিমিয়ার ডিভিশনের অনেক খেলা খেলে না। কিন্তু আজ পর্যন্ত বিপিএল তো মিস দেয় না।’
‘আমি যদি পাল্টা প্রশ্ন করি, ও তো প্রিমিয়ার ডিভিশনের অনেক খেলা খেলে না। বলছে যে প্রিমিয়ার ডিভিশন থেকে এটা আমাদের খারাপ। কিন্তু আমি তো দেখি যে বিপিএলের কোনো এডিশনের কোনো খেলা ও বাদ দেয় না। কিন্তু প্রিমিয়ার ডিভিশন খেলে না। তো এটা আসলে কোনো বিতর্ক না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়