সিইসি কাজী হাবিবুল আউয়াল : শান্তিপূর্ণ গাইবান্ধা-৫ উপনির্বাচনে ভোট পড়েছে ৩৫ শতাংশ

আগের সংবাদ

জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী : নির্বাচনের আগে দেশে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হচ্ছে > উদ্ভট ধারণা প্রশ্রয় দেবেন না

পরের সংবাদ

চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ৬

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। বিবদমান দুই গ্রুপ হলো বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের উপগ্রুপ ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) ও সিক্সটি নাইন। আহতদের মধ্যে তিন জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, ইসলামের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মামুন ও হিসাব বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. মানিক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শাহ পরান। এদের মধ্যে মামুন এবং মানিক সিক্সটি নাইন গ্রুপের এবং শাহ পরান ভিএক্স গ্রুপের কর্মী। এর মধ্যে শাহ পরানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, সিক্সটি নাইন গ্রুপের কর্মী মামুনকে শাটল ট্রেনে মারধর করে ভিএক্স কর্মীরা। পরে এখবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় উভয় পক্ষের ইট পাটকেল নিক্ষেপে মানিক ও শাহ পরান আহত হন।
শেষ খবর পাওয়া পর্যন্ত সিক্সটি নাইন গ্রুপের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হল মোড় ও ভিএক্স গ্রুপের নেতাকর্মীরা কেন্দ্রীয় মসজিদ এলাকায় অবস্থান করছিলেন। উভয়পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রলীগের দুইটি পক্ষে সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়