রাজধানীর বাজারদর : সবজিতে স্বস্তি মাছ-ডিমের দাম অপরিবর্তিত

আগের সংবাদ

বই সংকটে উৎসবে ছন্দপতন : শিক্ষার্থীদের হাতে দেয়া হয় একটি-দুটি অথবা গতবছরের বই > ফেব্রুয়ারির আগে সব শিক্ষার্থী বই পাবে না

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

জরিমানা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজান উপজেলা সদরের জলিল নগর বাসস্টেশন ও গহিরা চৌমুহনী এলাকায় ওষুধের দোকানে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দীন, জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন রাজু আকন্দ পুলিশ ও আনসার বাহিনীর সহায়তায় এ অভিযান চালান। গতকাল শনিবার সকালে এ অভিযানে ৬টি ওষুধের দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, চিকিৎসকদের দেয়া বিক্রি নিষিদ্ধ স্যাম্পল ওষুধ জব্দ করা হয়। এ সময় ৬টি ওষুধের দোকান থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার।

শোকসভা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে সদ্যপ্রয়াত সাংবাদিক রাজু আহমেদ লিটনের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে স্থানীয় সাংবাদিকদের আয়োজনে এ শোকসভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. বকুল হোসেন। স্মরণসভায় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। উপজেলা প্রেস ক্লাব অডিটোরিয়ামে ক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়ার সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, সহসভাপতি জুলফিকার আলী ভুট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন দুলাল, সিনিয়র সাংবাদিক নাজির হোসেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব। গত ২৪ ডিসেম্বর উপজেলার কাথম চকপাড়া গ্রামের নিজ বাড়িতে হার্ট অ্যাটাকে মারা যান রাজু আহমেদ লিটন।

স্কুল ভবন উদ্বোধন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের রসুনচক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দুই তলা ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত ভবন দুটি উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ উপলক্ষে শ্যামপুর বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুর আলম টিয়া, বিনদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল উদ্দিন মাস্টার প্রমুখ। এর আগে মনাকষা ইউনিয়নের রানীনগর চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ঢালাইয়ের কাজ পরিদর্শন করেন সংসদ সদস্য।

অভিভাবক সমাবেশ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : ঝিকরগাছা উপজেলার বদরুদ্দীন মুসলিম হাইস্কুলের শিক্ষার্থীদের হাতে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক ও গবেষক হোসেন উদ্দীন হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা মহিলা কলেজের উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন, ইঞ্জিনিয়ার মো. আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক শাহাজান কবীর, নাজমুন সাকিব মাহামুদ মুকুল, শিক্ষক বেনজির আহম্মেদ, ফজলুর রহমান, তহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষার্থী রোজি মৃধা।

কম্বল বিতরণ

নাটোর প্রতিনিধি : নাটোরে জনতা ব্যাংক লিমিটেডের উদ্যোগে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার শহরের হরিশপুর এলাকায় জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক সাবেক অতিরিক্ত সচিব অজিত কুমার পালের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কম্বল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জনতা ব্যাংক রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক প্রমুখ। এ সময় জনতা ব্যাংক নাটোর এরিয়ার উপমহাব্যবস্থাপক সফিকুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ৫৫০ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়