রাজধানীর বাজারদর : সবজিতে স্বস্তি মাছ-ডিমের দাম অপরিবর্তিত

আগের সংবাদ

বই সংকটে উৎসবে ছন্দপতন : শিক্ষার্থীদের হাতে দেয়া হয় একটি-দুটি অথবা গতবছরের বই > ফেব্রুয়ারির আগে সব শিক্ষার্থী বই পাবে না

পরের সংবাদ

মুরারী চাঁদ উচ্চবিদ্যালয় : ৭৪ ব্যাচের পুনর্মিলনী

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : বিশ্বম্ভরপুর উপজেলার প্রাচীন ঐতিহ্যবাহী ফতেপুর মুরারী চাঁদ উচ্চবিদ্যালয়ের ১৯৭৪ এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে ৭৪ ব্যাচ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মুরারী চাঁদ উচ্চবিদ্যালয়ের সামনের রাস্তায় ৭৪ ব্যাচ প্রাক্তন শিক্ষার্থীসহ অতিথিদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে বিদ্যালয় মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশন করে সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এলাকার প্রবীণ ব্যক্তি রঘুনাথ গোস্বামীর সভাপতিত্বে ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অনজন কুমার দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. সফর উদ্দিন। মানপত্র পাঠ করেন হেমেন্দ্র তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন ৭৪ ব্যাচের সুবোধ রঞ্জন তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুরারী চাঁদ উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রবোধ রঞ্জন রায় (মিন্টু), সাবেক প্রধান শিক্ষক শীতেশ রঞ্জন তালুকদার, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র ভূষণ তালুকদার, ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান ফারুক আহম্মদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হেকিম, সাবেক শিক্ষক হেমন্ত কুমার দাশ, সাবেক শিক্ষক গৌরাঙ্গ কুমার তালুকদার, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার দাশ, প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন। পরে এসএসসি পরীক্ষায় জিপি-এ ৫ প্রাপ্ত ৫ শিক্ষার্থীকে সংর্বধনা দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়