রাজধানীর বাজারদর : সবজিতে স্বস্তি মাছ-ডিমের দাম অপরিবর্তিত

আগের সংবাদ

বই সংকটে উৎসবে ছন্দপতন : শিক্ষার্থীদের হাতে দেয়া হয় একটি-দুটি অথবা গতবছরের বই > ফেব্রুয়ারির আগে সব শিক্ষার্থী বই পাবে না

পরের সংবাদ

গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন : প্রচার-প্রচারণায় ব্যস্ত আ.লীগের প্রার্থী

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : শূন্য ঘোষিত গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ জানুয়ারি। নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কর্মী-সমর্থকদের নিয়ে তিনি দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের প্রতিশ্রæতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।
গতকাল শনিবার বিকালে সাঘাটা উপজেলার কামালেরপাড়া এলাকায় গণসংযোগ করেন রিপন। এর আগে গত শুক্রবার বিকালে ফুলছড়ি উপজেলা সদর কালিরবাজারে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন তিনি। এসময় তিনি বাজারে আগত লোকজন ও ব্যবসায়ীদের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে মাহমুদ হাসান রিপন বলেন, উন্নয়নের প্রতীক নৌকা মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ প্রতীকে ভোট দিলে দেশের উন্নয়ন হয়। যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে, তাই আমি নির্বাচিত হলে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখব। বিশেষত গাইবান্ধার বালাসি থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ এবং ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা নেবেন। আগামী ৪ জানুয়ারি বিপুল ভোটে নৌকা মার্কার বিজয় হবে ইনশাল্লাহ।
সন্ধ্যায় বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মিসভায় অংশগ্রহন করেন রিপন। উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন আলীর সভাপতিত্বে কর্মিসভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হইবর রহমান হবু, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহদী মাসুদ পলাশ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়