ঢাবিতে পর্দা নামল নন-ফিকশন বইমেলার

আগের সংবাদ

কালো মানিকের জন্য শোকার্ত বিশ্ব

পরের সংবাদ

শব্দ দূষণের দায়ে জরিমানা, জব্দ ৪৮ হাইড্রোলিক হর্ন

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : শব্দ দূষণ রোধে নগরের অন্যতম প্রবেশ পথ সিটি গেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ৪৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল বিশ্বাস।
শব্দ দূষণের দায়ে ২০টি মামলায় ৪৪ হাজার টাকা জরিমানা ও ৪৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করেন আদালত। অভিযানে আরো উপস্থিত ছিলেন কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন ও হাছান আহম্মদ, পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন, পরিদর্শক মো. মনির হোসেন, হিসাবরক্ষণ কমকর্তা শাহজাদা মো. সামসুজ্জামান এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম গবেষণাগার কার্যালয়ের নমুনা সংগ্রহকারী মোজ্জাম্মেল হক। পরে শব্দ দূষণ রোধে সচেনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়