ঢাবিতে পর্দা নামল নন-ফিকশন বইমেলার

আগের সংবাদ

কালো মানিকের জন্য শোকার্ত বিশ্ব

পরের সংবাদ

আগামী বছর প্রাথমিক স্কুলে ছুটি ৫৪ দিন

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ২০২৩ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৪ দিন ছুটি থাকবে। এছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে। গতকাল বৃহস্পতিবার অধিদপ্তর থেকে ছুটির তালিকা মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে। অধিদপ্তরের কর্মকর্তারা ভোরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে প্রাক-প্রাথমিক শাখার শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জুয়েল বলেন, বৃহস্পতিবার ছুটির তালিকা অনুমোদন করে মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে। ২০২৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকবে ৫৪ দিন। এ হিসাব শুক্র ও শনিবার ছাড়া। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তিনি আরো বলেন, ২০২৩ সালে বেশ কয়েকটি সরকারি ছুটি শুক্র ও শনিবার হওয়ায় ছুটি কিছুটা কমছে বলে মনে হলেও ছুটি আগের মতোই আছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়