দূতাবাস কর্মীদের নিরাপত্তা চাইল বাইডেন প্রশাসন

আগের সংবাদ

যানজটে ঢাকায় বছরে ক্ষতি ৮৭ হাজার কোটি টাকা : মেট্রোরেলে ক্ষতি কমবে ৯ শতাংশ

পরের সংবাদ

ছাত্রলীগের মিছিলে হামলা : বিএনপির ৫ নেতাকর্মী জেলে

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর মিরপুরে ছাত্রলীগের মিছিলে হামলাসহ ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার বিএনপির ৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মতিউর রহমান। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে মিরপুর থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে বিষয়টি জানা গেছে।
কারাগারে পাঠানো আসামিরা হলেন- ঢাকা মহানগর উত্তরের ১৩নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ হাসান হিমেল, ১২নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি
মো. ইছহাক, ১১নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মো. লিটন, ৭নং ইউনিটের সহসভাপতি মো. সোহাগ ওরফে সোহাগ মাল ও বিএনপি কর্মী মফিজুল ইসলাম বয়াতি।
মামলা সূত্রে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলনকে সফল করার লক্ষ্যে গত ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে সংগঠনটির নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি মিরপুর থানাধীন মনিপুর এলাকার রহিম সাহেবের বাড়ির সামনে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়ে হামলা চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ছাত্রলীগের চারজন আহত হয়। এ ঘটনার পরদিন ১ ডিসেম্বর মিরপুর মডেল থানা পুলিশের উপপরিদর্শক আল আমিন বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়