ঢাকা কলেজে কমিটির দাবি : ছাত্রলীগ সভাপতির গাড়ি আটকে দিল বিক্ষুব্ধ নেতারা

আগের সংবাদ

প্রতিটি ব্যাংকেই টাকা আছে > ছাত্রলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী : বিএনপি-জামায়াত যেন ক্ষমতায় না আসতে পারে

পরের সংবাদ

শৈল্পিকের ‘সৃষ্টি সুখের উল্লাসে’

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সাংস্কৃতিক সংগঠন শৈল্পিকের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সৃষ্টি সুখের উল্লাসে’ শিরোনামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
গতকাল সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন।
তিনপর্বে বিভক্ত এই আসরের প্রথমপর্বে ছিল সূচনা সংগীত, দ্বিতীয়পর্বে আলোচনাসভা ও তৃতীয় এবং শেষপর্বে ছিল কোরাস গান।
অনুষ্ঠানের শুরুতেই ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি’ ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘তোমার দেখিবার মনে চায়’, এই তিনটি সূচনাসঙ্গীত পরিবেশন করে সংগঠনের শিল্পীরা।
এরপর আলোচনা পর্বে অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক আহকামউল্লাহ, গণসংগীত সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে এম শামসুদ্দোহা। অনুষ্ঠানের তৃতীয় ও শেষপর্বে কোরাস গান পরিবেশনের পর দলীয় নৃত্য পরিবেশন করে সংগঠনের শিল্পীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়