স্বাস্থ্যমন্ত্রী : বিদেশফেরত কর্মীদের এইচআইভি পরীক্ষা করতে হবে

আগের সংবাদ

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম : নিñিদ্র নিরাপত্তা, সাজসজ্জা ও প্রচারণা সম্পন্ন

পরের সংবাদ

ভোরের কাগজের জাতীয় প্রতিনিধি সম্মেলন আজ

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ভোরের কাগজের দুই দিনব্যাপী জাতীয় প্রতিনিধি সম্মেলন-২০২২ শুরু হচ্ছে আজ শনিবার। সুন্দরবন ঘেঁষা বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আজ সন্ধ্যা ৬টায় এ সম্মেলন শুরু হবে। এর আগে দুপুর ৩টায় আগত প্রতিনিধিদের রেজিস্ট্রেশন করা হবে। সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনের অনুষ্ঠান শুরু হবে আগামীকাল সকাল ১০টায়।
ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের সভাপতিত্বে জাতীয় এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বাগেরহাট-৪ আসনের এমপি এডভোকেট আমিরুল আলম মিলন, খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, খুলনা বিভাগীয় অতিরিক্ত প্রকৌশলী (সড়ক ও সেতু বিভাগ) সৈয়দ আসলাম আলী, শেখ হাসিনা মেডিকেল ভার্সিটি খুলনার উপাচার্য ডা. ওবায়দুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি, বাগেরহাটের পুলিশ সুপারসহ উক্ত জেলার বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের প্রধানরা ও ভোরের কাগজের বিভিন্ন দপ্তরের প্রধানরা।
সম্মেলনে উপস্থিত থাকার জন্য গতকাল শুক্রবার থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা হাজির হতে শুরু করেন। আজ প্রায় ৫ শতাধিক প্রতিনিধি এ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
আজ প্রথম দিন অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। আর আগামীকাল রবিবার সম্মেলন শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে দুপুর ১২টা নাগাদ। সব প্রতিনিধিকে সম্মেলনে উপস্থিত থাকার জন্য ভোরের কাগজের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়