স্থায়ী কমিটি : স্টেডিয়ামে নারীদের খেলার পরিবেশ নিশ্চিতের সুপারিশ

আগের সংবাদ

দফায় দফায় বাড়ছে ওষুধের দাম : দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ক্যাবের, দাম বাড়লে সাধারণ মানুষ রোগে ভুগে মারা যাবে

পরের সংবাদ

তিন দশক পর দ্বিতীয় রাউন্ডে মরক্কো

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : কাতারের আল থুমামা স্টেডিয়ামে গতকাল ‘এফ’ গ্রুপের ম্যাচে মরক্কো ২-১ গোলে কানাডাকে হারিয়েছে। এ জয়ের ফলে গ্রুপে শীর্ষে থেকেই ৩৬ বছর পর বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে মরক্কো। ৭ পয়েন্ট সংগ্রহ করে বেলজিয়াম- ক্রোয়েশিয়ার গ্রুপ থেকে সেরা দল হয়ে শেষ ষোলোতে ওঠে ইতিহাস গড়েছে
আশরাফ হাকিমিরা। এই শতাব্দিতে যে আর কোনো আফ্রিকান দল গ্রুপের সেরা হয়ে নকআউটে পা রাখতে পারেনি। দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা মরক্কো। দুই ড্র ও এক জয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ ক্রোয়েশিয়া। বেলজিয়ামের সোনালি প্রজন্মের শেষটা হয়েছে হতাশায় ভরা। ৩ পয়েন্ট নিয়ে তিনে থেকে বিদায় নিয়েছে আজার-কেভিন ডি ব্রুইনেরা। কানাডা ফিরেছে শূন্য হাতে। অনাকাক্সিক্ষত এক রেকর্ডে মালিক হয়েছে এল সালভাদরের সঙ্গে। এই দুটি দলই কেবল বিশ্বকাপে নিজেদের প্রথম ছয় ম্যাচে হেরেছে।
গতকাল হার এড়ালেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত মরক্কোর। তবে ড্রয়ের জন্য নয়, শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আশরাফ হাকিমিরা। কানাডার বিপক্ষে গতকাল মাঠে নামার আগেও অতীত ইতিহাসেও এগিয়ে ছিল মরক্কো। আগের তিন দেখায় দুবারই জিতেছে আটলাস লায়নসরা। বাকি ম্যাচটি ড্র হয়। তৃতীয় মিনিটেই কানাডার গোলরক্ষক মিলান বোরিয়ান ভুল করে বসেন। সেই ভুলের সুযোগ নিতে ভুল করেননি হাকিম জিয়েশ। বক্সের সামনে বল পেয়ে গোলরক্ষকের মাথার ওপর থেকেই বল জালে জড়ান এই মিডফিল্ডার
বিশ্বকাপ ইতিহাসে এটিই মরক্কোর সবচেয়ে দ্রুততম গোল। প্রথম গোলের পর ম্যাচের আট মিনিটে বক্সের সামনে ফ্রিকিক পায় মরক্কো। প্রথম গোল পাওয়ার পর রক্ষণাত্মক ফুটবল খেলতে পারত মরক্কো, তবে সে পথে না হেঁটে টানা আক্রমণ চালিয়েছে তারা। যার ফলে মরক্কো পেয়েছে ২৩ মিনিটে। আশরাফ হাকিমির লম্বা পাস কাজে লাগিয়ে ব্যবধান ২-০ করেন ইউসেফ এন-নেসরি। দারুণ খেলতে থাকা মরক্কো ৩৯ মিনিটে ভুল করে বসে। নায়েফ আগুয়ের্দের আত্মঘাতী গোলে লা রুজরা ম্যাচে ফেরার সুযোগ পেয়ে যায়। এবারের বিশ্বকাপে এটিই প্রথম আত্মঘাতী গোল। এটিই কাতার বিশ্বকাপের শততম গোলও। প্রথমার্ধে মরক্কোর প্রাধান্য থাকলেও দ্বিতীয়ার্ধে ছিল কানাডার। গোল শোধে মরিয়া কানাডা একের পর এক আক্রমণ করে মরক্কোর রক্ষণে। কিন্তু কাজের কাজটি তারা করতে পারেনি। প্রথমার্ধের এগিয়ে থাকাটা ধরে রেখেই দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো। ৫৬ মিনিটে সমতায় ফেরার সুযোগ এসেছিল কানাডার সামনে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি লারিন। ডান দিক থেকে নেয়া ফ্রি কিক লারিনের সামনে দিয়ে গেলেও তিনি বলের সঙ্গে পায়ের সংযোগ ঘটাতে পারেনি।
৭১ মিনিটে আটিবা হাচিনসনের হেড ক্রসবারে লেগে ফিরে এলে আরেকটি সুযোগ হাতছাড়া হয় কানাডার। ১৯৮৬ আসরের পর প্রথমবারের মতো গ্রুপ পর্ব পার হওয়া মরক্কোর সামনে এখন নতুন উচ্চতা স্পর্শের হাতছানি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়