অভিনেত্রী শিমু হত্যা মামলায় স্বামীসহ দুজনের বিচার শুরু

আগের সংবাদ

বাস্তবায়ন থমকে, শান্তি অধরা : শান্তিচুক্তির ২৫ বছর, সংঘাতে অশান্ত পাহাড়, বাড়ছে নতুন নতুন সশস্ত্র সংগঠন

পরের সংবাদ

ঢাবির কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব শুরু আজ : আট দিনে মঞ্চে আসবে ১৬ নাটক

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশনা ও বিভাগটির শিক্ষার্থীদের অভিনয়ে ১৬তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। চলবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত।
‘হে উৎসুক দৃষ্টিপাত, এ তীর্থে আসো যদি হে শ্রীজ্ঞান, কায়ায় কায়ায় সৃজিব, নব নব জীবনের মানুষ-রূপ-আখ্যান’ প্রতিপাদ্যকে সামনে রেখে আট দিনের এই নাট্যোৎসবে ১৫ জন শিক্ষার্থীর নির্দেশনায় ১৫টি নাটক এবং শিক্ষক নির্দেশিত একটিসহ মোট ১৬টি নাটকের প্রদর্শনী চলবে। শিক্ষার্থী নির্দেশিত ১৫টি নাটকের মধ্যে পাঁচটি মৌলিক নাটকসহ সাতটি বাংলা ও তিনটি পাশ্চাত্য নাটক রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটকের প্রদর্শনী শুরু হবে। নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেতা আসাদুজ্জামান নূরকে দেয়া হবে বিশেষ সম্মাননা।
প্রধান অতিথি থেকে নাট্যোৎসব উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির।
সার্বিক বিষয়ে বিভাগটির চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আশিকুর রহমান বলেন, এই নাট্যোৎসবে বিভাগের অনার্স সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীরা নাটক নির্দেশনা দিচ্ছে। শিক্ষার্থীদের দর্শকভীতি দূর করা ও নাটক নিয়ে শিক্ষার্থীদের অবস্থান কীরকম সেটা এই আয়োজনের মাধ্যমে অনেকটাই পরিষ্কার হয় আমাদের কাছে। এটা শুধু নাটক প্রদর্শনীই না। বরং এটা তাদের একটি কোর্সের পরীক্ষাও বটে।
কোন দিন কোন নাটক : আজ সন্ধ্যায় মুনীর চৌধুরীর ‘কবর’ নাটক দিয়ে শুরু হবে নাট্যোৎসব। একই সন্ধ্যায় মঞ্চস্থ হবে ‘ক্যাম্প’ নাটকটি। মুহম্মদ জাফর ইকবালের লেখা থেকে ‘ক্যাম্প’র নাট্যরূপ দিয়েছেন শংকর কুমার বিশ্বাস এবং নিদের্শনা দিয়েছেন দীপম সাহা।
আগামীকাল শুক্রবার মঞ্চস্থ হবে ‘কাক চরিত্র’ নাটকটি। মনোজ মিত্রের লেখা নাটকটিতে নির্দেশনা দিয়েছেন সাদমান ফাহিম। এছাড়াও একই দিনে দেখানো হবে নাটক ‘হিস্যা’। সাদাত হাসান মান্টো থেকে অনুপ্রাণিত নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন ওবায়দুর রহমান সোহান।
পরদিন ৩ ডিসেম্বর মঞ্চস্থ হবে ‘দ্য গেম’ নাটক। লুইজি ব্রায়ান্টের লেখা থেকে রূপান্তর ও নির্দেশনায়

দিয়েছেন সায়র নিয়োগী। ওইদিন ‘ফুড কনফারেন্স’ নাটকটিরও প্রদর্শনী হবে। আবুল মনসুর আহমেদের লেখা থেকে ‘ফুড কনফারেন্স’র নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন ফারজাদ ইফতেখার কাব্য।
‘ডেথ অব দ্য মুন’ মঞ্চস্থ হবে ৪ ডিসেম্বর। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন নীলিমা হোসেন। একই দিনে মঞ্চস্থ হবে ‘নিনামার জবানবন্দি’ নাটকও। শংকর কুমার বিশ্বাসের লেখা থেকে এই নাটকের নির্দেশনা দিয়েছেন সুজানা জাহেদী।
৫ ডিসেম্বর সন্ধ্যায় ‘দ্য গিফ্ট অব দ্য ম্যাজাই’ নাটক দিয়ে শুরু হবে। উইলিয়াম সিডনি পোর্টারের লেখা থেকে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শাহবাজ ইশতিয়াক পূরণ। একই সন্ধ্যায় মঞ্চস্থ হবে ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ ও ‘ফ্যাতাড়ু’ নাটক দুটি। আন্তন চেখভের লেখা থেকে ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ অনুবাদ করেছেন ফয়সাল আবির এবং রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন হোসাইন জীবন। এছাড়া নবারুণ ভট্টাচার্যের লেখা থেকে ‘ফ্যাতাড়ু’ এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন রাফায়াতুল্লাহ।
পরদিন ৬ ডিসেম্বর ‘চূর্ণলিপি’ মঞ্চস্থ হবে। এ নাটকের রচনা ও নির্দেশনায় আছেন নিকিতা আযম। একই সন্ধ্যায় মঞ্চস্থ হবে ‘কণ্ঠনালীতে সূর্য’। মোহিত চট্টোপাধ্যায়ের রচনা থেকে নির্দেশনা দিয়েছেন তনুশ্রী কারকুন।
‘রূপান্তর’ মঞ্চস্থ হবে ৭ ডিসেম্বর। অচিন্ত্যকুমার সেনগুপ্তের উপসংহার অবলম্বনে ‘রূপান্তরের’ নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন প্রণব রঞ্জন বালা। দ্বিতীয় নাটকটি হলো ‘একটি আদর্শ সেবা সংস্থা’, রচনা ও নির্দেশনা দিয়েছেন নাসরিন সুলতানা অনু।
উৎসবের সমাপনী দিন ৮ ডিসেম্বরে মঞ্চস্থ হবে মৈমনসিংহ গীতিকা অবলম্বনে দ্বিজ কানাই প্রণীত ‘মহুয়া’। নাটকের নির্দেশনায় অধ্যাপক রহমত আলী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়