প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর

আগের সংবাদ

১৭২ দেশে শ্রমবাজার : রেমিট্যান্স কমছে যে কারণে

পরের সংবাদ

কাতার বিশ্বকাপে পতাকা বিতর্ক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : কাতার বিশ্বকাপের বিতর্ক শেষই হচ্ছে না। সমকামীদের প্রতি কঠোরতা ছাড়াও নারী ও শ্রমিকদের অবমাননার অভিযোগ উঠে আয়োজক দেশটির বিরুদ্ধে। এবার বিতর্কের নতুন তালিকায় যুক্ত হলো পতাকা। ইরানের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগ উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল সংস্থার বিরুদ্ধে। এছাড়া ড্রেসিংরুমে কসোভোর জাতীয় পতাকা টাঙিয়ে বিদ্বেষমূলক বার্তা ছড়ানোর অভিযোগ উঠে সার্বিয়ার বিরুদ্ধে।
হিজাব ইস্যুতে এখন উত্তাল ইরান। দেশটিতে পুলিশ হেফাজতে কুর্দি তরুণি মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে আন্দোলন চলছে। শুরু থেকেই এই আন্দোলনে সমর্থন দিয়েছিল যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের ফুটবলাররাও আন্দোলনের সমর্থন জানায়। জাতীয় সংগীত চলাকালে মুুখ বন্ধ রেখেছিল তারা। তবে হিজাববিরোধী আন্দোলনের সমর্থন করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ফুটবল সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের জাতীয় পতাকার বিকৃত ছবি প্রকাশ করেছে। পতাকা থেকে মুছে দেয়া হয়েছে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রতীক ‘আল্লাহ’ শব্দটি। সঙ্গে লেখা হয়েছে, ইরানের যে মহিলারা সাধারণ মানবিক অধিকারের জন্য লড়াই করছেন, আমরা তাদের পাশে রয়েছি। পতাকা বিকৃত করে পোস্ট করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ করেছে ইরান। এমনকি মার্কিন ফুটবল দলকে ১০ ম্যাচ নিষিদ্ধের দাবি জানায় ইরানি কর্তৃপক্ষ। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অপর কোনো সদস্য সংস্থার জাতীয়তা, ধর্মীয় পরিচিতি কিংবা প্রতীকের অবমাননা করে তাহলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পরবর্তী ১০ ম্যাচ নিষিদ্ধ করা হবে।
তবে সম্ভাব্য শাস্তির ভয়ে কিংবা বিতর্ক থামাতে পতাকার ওই ছবিটি সরিয়ে দেয় মার্কিন ফুটবল ফেডারেশন এবং সোশ্যাল মিডিয়াগুলোতে ইরানের স্বাভাবিক পতাকার ছবি পোস্ট করে। পতাকা বিকৃতির ব্যাপারে অবশ্য ফুটবলারদের কোনো হাত ছিল না। তারপরও যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন দলের হেড কোচ গ্রেগ বেরহাল্টার। সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘যা পোস্ট হয়েছিল এ ব্যাপারে খেলোয়াড় ও স্টাফরা কিছুই জানে না। কিছু জিনিস থাকে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ফেডারেশন কী করেছে, এ বিষয়ে বিন্দুমাত্র ধারণা নেই আমাদের। বাইরের ব্যাপার নিয়ে আমরা ভাবি না। তারপরও খেলোয়াড় ও স্টাফদের পক্ষ থেকে ক্ষমা চাইতে পারি আমরা। তবে আমরা এর অংশ ছিলাম না।’
ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন বেরহাল্টার,‘আমাদের ভাবনাটা ম্যাচ নিয়ে। আমি দূরে শব্দ করতে চাই না। অবশ্যই ইরানিয়ান লোকেদের পাশে আছি আমরা। দলসহ সবাই তাদের পাশে আছে, তবে আমাদের মনোযোগটা খেলা নিয়েই।’
অন্যদিকে ড্রেসিংরুমে কসোভোর জাতীয় পতাকা টাঙিয়ে বিদ্বেষমূলক বার্তা ছড়ানোর অভিযোগ উঠে সার্বিয়ার বিরুদ্ধে। এ ঘটনাতে নড়চড়ে বসেছে ফিফা।
কারণ তাদের ফিফাকে পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানিয়েছে কসোভো। কসোভোর সংস্কৃতিবিষয়কমন্ত্রী হজরুল্লা সেকু সেই ছবি সমাজমাধ্যমে প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সার্বিয়ার সাজঘরে কসোভোর পতাকা টাঙানো রয়েছে। তাতে লেখা,‘আমরা আত্মসমর্পণ করব না।’
এই ছবি প্রকাশ্যে এনে সেকু লিখেছেন,‘সার্বিয়ার সাজঘরে কসোভোর প্রতি বিদ্বেষ ও উসকানিমূলক বার্তা দেয়া হয়েছে। তারা ফিফা বিশ্বকাপকে ব্যবহার করে এই কাজ করেছে। এটা লজ্জাজনক। আমরা আশা করছি ফিফা কড়া পদক্ষেপ করবে। কারণ কসোভো ফুটবল ফেডারেশন ফিফা ও উয়েফার সদস্য।’
এই ঘটনাকে হালকাভাবে নিচ্ছে না ফিফাও। তারা জানিয়েছে,‘ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি এই ঘটনার তদন্ত করছে। ফিফার ৪ নম্বর ধারা অনুযায়ী কোনো অপরাধ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেয়া হবে। বিশ্বকাপ আনন্দ ও সাম্যের বার্তা দেয়। সেখানে এই ধরনের বিদ্বেষের কোনো জায়গা নেই।’ উল্লেখ্য, ২০০৮ সালে সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা পেয়েছে কসোভো। ২০১৬ সালে ফিফা ও উয়েফার সদস্যও হয়েছে তারা। কিন্তু এরপরেও দুই দেশের মধ্যে অশান্তি কমেনি। তার ছবি দেখা গেল বিশ্বকাপেও। তবে বিশ্বকাপের মঞ্চে এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দিতে রাজি নয় ফিফা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়