ইকুয়েডর রুখে দিল ডাচদের

আগের সংবাদ

১০ দফা দাবিতে নৌশ্রমিক ধর্মঘট : সারাদেশে পণ্য পরিবহন বন্ধ

পরের সংবাদ

বৃদ্ধার মৃত্যু লেগুনার ধাক্কায়, গাছ থেকে পড়ে শ্রমিকের

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর বংশালে লেগুনার ধাক্কায় সালমা বেগম (৬৪) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি। এদিকে পশ্চিম তেজতুরি বাজার এলাকায় গাছ থেকে পড়ে সানি (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত সালমা বেগমের মেয়ের জামাই মো. মনির হোসেন জানান, তার শাশুড়ি পরিবার নিয়ে বংশাল মালিটোলায় থাকতেন। গত শুক্রবার বাসা থেকে হেঁটে বংশাল হাজী আব্দুল সরকার লেনে তার মেয়ে বাসায় যাচ্ছিলেন। এ সময় পথে নর্থ সাউথ রোডে একটি লেগুনা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া জানান, বিষয়টি বংশাল থানা পুলিশকে জানানো হয়েছে।
এদিকে শ্রমিক সানিকে হাসপাতালে নিয়ে আসা ডিপিডিসির সহকারী প্রকৌশলী মুক্তাদির জানান, তারা ওই এলাকাতে একটি প্রকল্পের কাজ করছিলেন। সানি সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন। গতকাল সকালে পশ্চিম তেজতুরি বাজার এলাকায় গাছের ডাল কাটতে মই দিয়ে গাছে ওঠেন তিনি। তবে হঠাৎ সেখান থেকে নিচে পাকা রাস্তার ওপর পড়ে গিয়ে গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে নাম ছাড়া ওই যুবকের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি সহকর্মীরা। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়