ইকুয়েডর রুখে দিল ডাচদের

আগের সংবাদ

১০ দফা দাবিতে নৌশ্রমিক ধর্মঘট : সারাদেশে পণ্য পরিবহন বন্ধ

পরের সংবাদ

চরভদ্রাসনে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি : চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের বিশাই মাতুব্বরের ডাঙ্গী গ্রামের পদ্মা পাড়ের বালুচর থেকে মাটি ব্যবসায়ী মো. কাউছার খানের (৪০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যবসায়ী উপজেলা সদর ইউনিয়নের ডাঙ্গী গ্রামের মৃত জালাল উদ্দিন খানের ছেলে। তিনি উপজেলা সদরে মাটি সরবরাহের ব্যবসা করতেন বলে জানা যায়। নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে কাউছার বাড়ি থেকে উপজেলা সদর বাজারের উদ্দেশ্যে রওনা হন তিনি। পরে আর বাড়ি ফিরে আসেননি। স্বজনরা গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন সকালে পদ্মা পাড়ে ব্যবসায়ীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে ফরিদপুর পুলিশ সুপার মো. শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল সুমন রঞ্জন সরকার ও চরভদ্রাসন থানার ওসি মিন্টু মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেন। এ ব্যাপারে চরভদ্রাসন থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়