মোজাম্মেল-প্রণয় সাক্ষাৎ : কলকাতার থিয়েটার রোডের সেই বাড়িটি চেয়েছে বাংলাদেশ

আগের সংবাদ

কাদের সঙ্গে ডায়লগ করব? মহিলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রশ্ন

পরের সংবাদ

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী আনোয়ার বিন ইব্রাহিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইংসূত্রে এ তথ্য জানা যায়।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীকে পাঠানো শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ায় বাংলাদেশের সরকার ও জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা আপনার দূরদর্শী নেতৃত্ব, জ্ঞান ও আপনার দেশের জন্য দীর্ঘদিনের আত্মত্যাগের ওপর মালয়েশিয়ার জনগণের বিশ্বাস ও আস্থার সুস্পষ্ট প্রতিফলন। আপনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে মালয়েশিয়া আরো সমৃদ্ধি ও উন্নতির পথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছি।
দুই দেশের মধ্যকার কূটনৈতিক সুসম্পর্কের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন করছে। ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়া প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে একটি ছিল মালয়েশিয়া। তখন থেকে, দুই দেশ যৌথ সমৃদ্ধির জন্য সাধারণ বিশ্বাস, ভ্রাতৃত্ব এবং সহযোগিতার ওপর ভিত্তি করে একটি চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করছে।
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা মালয়েশিয়ার অর্থনীতির বিভিন্ন সেক্টরে কাজ করে। দুই দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখে। উভয় দেশই বিভিন্ন ক্ষেত্রে যেমন মানব সম্পদ, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, পর্যটন ইত্যাদি ব্যাপক অংশীদারিত্বকে আরো দৃঢ় করতে প্রতিজ্ঞাবদ্ধ। আনোয়ার ইব্রাহিমের গতিশীল নেতৃত্বে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা। দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে পারস্পরিক স্বার্থ নিয়ে নতুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি আনোয়ার ইব্রাহিমের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়