রাজশাহীতে শিশু ধর্ষণের মামলায় যাবজ্জীবন

আগের সংবাদ

নৌকায় ভোট দেবেন, ওয়াদা চাই : যশোরের জনসমুদ্রে শেখ হাসিনা, বিএনপির কাজই গুজব ছড়ানো, রিজার্ভের কোনো সমস্যা নেই

পরের সংবাদ

চুয়াডাঙ্গায় চাকা বিস্ফোরণে শিশু শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাওয়ার ট্রিলারের চাকায় হাওয়া দেয়ার সময় বিস্ফোরণে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের লাশঘরে রাখা আছে। গতকাল বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর বাজারে ইসলাম ওয়েলডিং কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম(১৪) উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের ফকর আলির শিশু সন্তান ও কারখানার শ্রমিক।
দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহেদ বলেন, আব্দুর রহিম দামুড়হুদা রঘুনাথপুর বাজারে ইসলাম ওয়েলডিং কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন। বুধবার দুপুরে সে একটি পাওয়ার টিলারে হাওয়া দিচ্ছিল। হওয়া দেয়ার এক পর্যায়ে পাওয়ার টিলারের চাকা বিস্ফোরণ হলে মাথায় আঘাত পায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আবু সাঈদ বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়