অর্থপাচার মামলা : বরকত-রুবেলের আরেক সহযোগী কারাগারে

আগের সংবাদ

আরব্য রজনীর নতুন রূপকথা : সৌদি আরব ২ : আর্জেন্টিনা ১ > মেসিদের প্রত্যাশিত হারে স্তব্ধ ফুটবল বিশ্ব

পরের সংবাদ

কালিয়া : মুক্তিযোদ্ধা ‘হত্যা’র বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কালিয়া (নড়াইল) প্রতিনিধি : কালিয়ায় আওয়ামী লীগ নেতা ও ইসলামপুর দাখিল মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তালেব শেখের (৭৫) ‘হত্যাকারীদে’র শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। গতকাল সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি বীার মুক্তিযোদ্ধা মোল্যা ইমদাদুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর শেখ তরিকুল আলম মুন্নু, শাহাজান বিশ্বাস, শেখ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকিদুর রহমান সরদার, মাকলুকার চৌধুরী প্রমুখ। তারা অবিলম্বে আবু তালেবের ‘খুনি’দের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
গত ১৬ নভেম্বর রাতে একটি নালার পানি থেকে বীর মুক্তিযোদ্ধা আবু তালেব শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ। মুক্তিযোদ্ধার এই মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন স্বজনরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়