জাহাঙ্গীর কবির নানক : বিএনপির মানবতার শিক্ষা নেয়া দরকার

আগের সংবাদ

এপার ওপার সুড়ঙ্গ সংযোগ : কর্ণফুলীর তলদেশে ‘বঙ্গবন্ধু টানেল’ উদ্বোধনের অপেক্ষায়

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বীজ-সার বিতরণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে ২০২২-২৩ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা বরমান হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল ও রাজিনারা টুনি, উপজেলা আ.লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, থানার ওসি পলাশ চন্দ্র দেব প্রমুখ। উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ছয় হাজার প্রান্তিক কৃষককে পাঁচ ধরনের বীজসহ রাসায়নিক সার দেয়া হয়েছে।

পোশাক বিতরণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে গতকাল বুধবার ১১ ইউনিয়নে কর্মরত ১০৬ জন গ্রাম পুলিশের মাঝে জ্যাকেট, শার্ট, প্যান্ট, জুতাসহ অন্যান্য সরঞ্জাম বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম, শামসুল হক ঝন্টু, শিহাব উদ্দিন আকন্দ প্রমুখ।

কর্মশালা
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : দরিদ্র জনগোষ্ঠীর চাহিদা, স্যানিটেশন ব্যবস্থা, সামাজিক অবস্থান শক্তিশালীকরণ ও জীবনমান উন্নয়নকে গতিশীল করার লক্ষ্যে কুমারখালীতে সেফ ড্রিংকিং ওয়াটার সাপ্লাই এন্ড হাইজিন প্রমোশন প্রজেক্টের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়নমূলক সংস্থা সুশীলনের আয়োজনে এবং পেনি এপিল কানাডার আর্থিক সহযোগিতায় গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম। সুশীলনের উপপরিচালক রফিকুল হকের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু ও মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আলামীন প্রমুখ।

আসামি গ্রেপ্তার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে ডাকাতি, চুরি, যৌতুকসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আদমদীঘির সালগ্রামের ছোলায়মান আলীর ছেলে রবিউল ইসলামকে ডাকাতি, চুরিসহ একাধিক মামলায়, কাল্লাগাড়ী গ্রামের বাবুর ছেলে সুজন আলী ও সান্তাহারের আক্কাছ আলীর ছেলে ভুলু মিয়াকে যৌতুক মামলায় এবং সিআর মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে উপজেলার ডালম্বা গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী জরিনা খানম ও সান্দিড়া নিশিপাড়ার গিরেন চন্দ্র সরকারের স্ত্রী গীতা রানী ও মলশন আমঝুপি পাড়ার হেলাল মোল্লার স্ত্রী মুনি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, গ্রেপ্তারকৃতদের গতকাল বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

আইনশৃঙ্খলা সভা
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : বিশ্বম্ভরপুর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে নভেম্বর মাসের আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় চুরি, মাদক ও চোরাচালান, বাল্যবিবাহ প্রতিরোধ, যাত্রী পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রিনা, ওসি মো. ইকবাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. ছবাব মিয়া প্রমুখ।

ক্লিনিক উদ্বোধন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : কাউখালী উপজেলার আমরাজুরী ইউনিয়নে গতকাল বুধবার গোপালপুর শোভা মাঝি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ খালেদা খাতুন রেখা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুজন সাহার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমরাজুরী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ, জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল পায়েল, জমিদাতা পরিমল মাঝি প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়