জাহাঙ্গীর কবির নানক : বিএনপির মানবতার শিক্ষা নেয়া দরকার

আগের সংবাদ

এপার ওপার সুড়ঙ্গ সংযোগ : কর্ণফুলীর তলদেশে ‘বঙ্গবন্ধু টানেল’ উদ্বোধনের অপেক্ষায়

পরের সংবাদ

বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পরে দুজন

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর কমলাপুর রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রেন থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রসহ দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র জাহিদ (২১) ও বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত ফারুক (১৯)। গতকাল বুধবার সকাল ৯টার দিকে তাদের উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
তাদের হাসপাতালে নিয়ে যাওয়া ট্রেনের যাত্রী রিয়াদ জানান, চট্টগ্রাম থেকে একটি লোকাল ট্রেনে তারা ঢাকার কমলাপুরে আসেন। নামার আগমুহূর্তে ওই ট্রেনের পাশাপাশি আসনে অচেতন অবস্থায় তাদের দুজনকে পড়ে থাকতে দেখেন। তখন তাদের হাসপাতালে নিয়ে যান। তাদের কাছে মোবাইল ফোন বা টাকাপয়সা কিছুই পাওয়া যায়নি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া জানান, তাদের দুজনকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা জাহিদকে স্টোমাক ওয়াশ করানোর পর মেডিসিন বিভাগে ভর্তি রাখেন। তবে ফারুক অনেকটা সুস্থ থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তারা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে স্টোমাক ওয়াশ করানোর পর জাহিদ জানান, তার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার কনাপুর গ্রামে। বাবার নাম মোস্তাফিজুর রহমান।
ফারুক জানান, তার বাড়ি শরিয়তপুরের নড়িয়া উপজেলায়। বাবার নাম তোতা মিয়া। গত মঙ্গলবার সন্ধ্যার ট্রেনে ঢাকা আসছিলেন তারা। আসার পথে রাতে এক বয়স্ক সহযাত্রী তাদের মুড়ি খেতে দিয়েছিলেন। এরপর আর কিছু মনে নেই তার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়