জাহাঙ্গীর কবির নানক : বিএনপির মানবতার শিক্ষা নেয়া দরকার

আগের সংবাদ

এপার ওপার সুড়ঙ্গ সংযোগ : কর্ণফুলীর তলদেশে ‘বঙ্গবন্ধু টানেল’ উদ্বোধনের অপেক্ষায়

পরের সংবাদ

ফুলছড়ি : প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিতের লক্ষ্যে বউ-শাশুড়ি মেলা

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : ‘বাড়িতে প্রসবকে না বলি, প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য নিয়ে ফুলছড়িতে দিনব্যাপী বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় ৪০ জন গর্ভবর্তী মা এবং তাদের শাশুড়ি ও স্বামীরা অংশগ্রহণ করেন। এতে প্রসবকালীন সেবা যতœ সম্পর্কে সচেতনতার বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ও পুরস্কার বিতরণ করা হয়। বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশন পরিচালিত মমতা প্রকল্পের আয়োজনে গতকাল বুধবার উপজেলার গুনভরি দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে প্রাতিষ্ঠানিক নিরাপদ প্রসব সেবা নিশ্চিত ও প্রসব সেবার ওপর অধিক গণসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ব্যতিক্রমধর্মী বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়