জাহাঙ্গীর কবির নানক : বিএনপির মানবতার শিক্ষা নেয়া দরকার

আগের সংবাদ

এপার ওপার সুড়ঙ্গ সংযোগ : কর্ণফুলীর তলদেশে ‘বঙ্গবন্ধু টানেল’ উদ্বোধনের অপেক্ষায়

পরের সংবাদ

ধুনটে এক রাতে দুই কৃষকের ৫ গরু চুরি

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলার চালাপাড়া গ্রামে এক রাতে দুই কৃষকের ৫টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। গত মঙ্গলবার মধ্যরাতে এ চুরির ঘটনা ঘটে।
চুরি হওয়া গরুর মধ্যে চালাপাড়া তালুকদারবাড়ি গ্রামের রজিব উদ্দিনের ছেলে আব্দুল হামিদের ২টি এবং তাজু মণ্ডলের ছেলে বাদশা মণ্ডলের ৩টি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক আব্দুল হামিদ ও বাদশা মণ্ডল দীর্ঘদিন ধরে বসতবাড়ির আঙ্গিনায় গোয়ালঘরে গরু পালন করেন। প্রতিদিনের মতো গত মঙ্গলবার রাতে গোয়ালঘরে গরু রেখে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন তারা। মধ্যরাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দুটি গোয়ালঘরের তালা ভেঙে ৫টি গরু চুরি করে নিয়ে যায়। ভোরে গোয়ালঘরে গিয়ে কৃষকেরা বিষয়টি টের পান। এতে আব্দুল হামিদের প্রায় ২ লাখ টাকা এবং বাদশা মণ্ডলের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
ধুনট থানার এসআই শহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরি যাওয়া গরু উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়