হাতিরঝিল লেক থেকে যুবকের লাশ উদ্ধার

আগের সংবাদ

এলসি-এনডোর্সমেন্টে বিড়ম্বনা : ডলার সংকটে মূলধনি যন্ত্রপাতি-কাঁচামাল আমদানি ব্যাহত > বিদেশ যাত্রায় বিপাকে সাধারণ মানুষ

পরের সংবাদ

স্মার্টফোন রপ্তানিতে শীর্ষে স্যামসাং

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

২০২২ সালের তৃতীয় প্রান্তিকে ৬৪ মিলিয়ন ইউনিট শিপমেন্টের মাধ্যমে বৈশ্বিক স্মার্টফোন রপ্তানিতে আবারো শীর্ষস্থান অর্জন করেছে স্যামসাং, যা প্রান্তিক প্রতি হিসাবে ৫ শতাংশ বেশি। বর্তমানে, স্মার্টফোনের বাজার হিস্যার ২২ শতাংশসহ নেতৃস্থানীয় প্রযুক্তি ও ক্রেতাকেন্দ্রিক উদ্ভাবন নিয়ে এগিয়ে যাচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় এই স্মার্টফোন ব্র্যান্ডটি। বিজ্ঞপ্তি
বৈশ্বিক স্মার্টফোনের বাজারে সামনের দিকে থেকে নেতৃত্ব দিচ্ছে স্যামসাং। সবমিলিয়ে স্মার্টফোনের বাজার এবার সুস্থির থাকায়, ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে ৬৪ মিলিয়ন ইউনিট শিপমেন্টের মাধ্যমে বৈশ্বিক বাজারে নেতৃস্থানীয় হিসেবে নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে ব্র্যান্ডটি। স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস ও গ্যালাক্সি এ সিরিজের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় এ মাইলফলক অর্জন করা গেল।
এ বিষয়ে স্যামসাং ইলেকট্রনিক্স, বাংলাদেশের হেড অব এমএক্স বিজনেস মো. মূয়ীদুর রহমান বলেন, ‘ক্রেতাদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে স্মার্টফোন খাত ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। এ ধরনের ব্যবসায়িক পরিস্থিতির সঙ্গে সবসময় স্মার্টফোন ব্র্যান্ডগুলোকে মানিয়ে চলতে হয়। এ বছরের তৃতীয় প্রান্তিকে স্যামসাং আবারো নিজের অবস্থান প্রমাণ করতে সক্ষম হয়েছে। চতুর্থ প্রান্তিক ও ২০২৩ সালে স্মার্টফোন ও ওয়্যারেবল ডিভাইসের বাজার আরো বিস্তৃত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়