হাতিরঝিল লেক থেকে যুবকের লাশ উদ্ধার

আগের সংবাদ

এলসি-এনডোর্সমেন্টে বিড়ম্বনা : ডলার সংকটে মূলধনি যন্ত্রপাতি-কাঁচামাল আমদানি ব্যাহত > বিদেশ যাত্রায় বিপাকে সাধারণ মানুষ

পরের সংবাদ

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতে বিজিবির প্রতিনিধি দল

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : তিনদিনের সীমান্ত সমন্বয় সম্মেলনে যোগ দিতে ভারতে গিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। গতকাল রবিবার সকাল ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে ১৫ সদস্যের দলটি পশ্চিমবঙ্গের কলকাতার উদ্দেশে রওনা হয়। গতকাল এই সম্মেলন শুরু হয়েছে। চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।
বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবির উপমহাপরিচালক রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ এহসান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। সঙ্গে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সেক্রেটারি নুসরাত জাহানসহ ১৪ জন কর্মকর্তা।
বিজিবির প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্টের নোম্যান্স ল্যান্ডে পৌঁছালে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কলকাতা সেক্টর কমান্ডার রাজেস কুমার অভ্যর্থনা জানান। ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে বিজিবি প্রতিনিধি দলকে গার্ড অফ অনার দেয়া হয়।
তিনদিনের সম্মেলনে উভয় দেশের সীমান্তে নিরাপত্তা, মাদক ও মানবপাচার প্রতিরোধ, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনা হবে। কলকাতায় বিজিবি-বিএসএফের সীমান্ত সমন্বয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) অতুল ফুলজেলে।
১৬ নভেম্বর আলোচনা শেষে প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে দেশে ফিরে আসবে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, বৈঠকে সীমান্ত পথে অনুপ্রবেশ, চোরাচালান, মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়