হাতিরঝিল লেক থেকে যুবকের লাশ উদ্ধার

আগের সংবাদ

এলসি-এনডোর্সমেন্টে বিড়ম্বনা : ডলার সংকটে মূলধনি যন্ত্রপাতি-কাঁচামাল আমদানি ব্যাহত > বিদেশ যাত্রায় বিপাকে সাধারণ মানুষ

পরের সংবাদ

রংপুর সিটি নির্বাচন : জাপার মনোনয়ন পেলেন বর্তমান মেয়র মোস্তফা

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রংপুর : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন মহানগর জাতীয় পার্টির সভাপতি বর্তমানের সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। গতকাল রবিবার মোস্তাফিজার রহমান মোস্তফার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আনিছুর রহমান আনিছ স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার মেয়র প্রার্থী হিসেবে তাকে চূড়ান্ত করেছে। রবিবার জাতীয় পার্টির বনানী অফিসে তাকে মনোনয়ন দেয়া হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়ন দেন দলের মহাসচিব মজিবুল হক চুন্নু। মোস্তাফিজারের পক্ষে মনোনয়ন গ্রহণ করেন দলের ভাইস- চেয়ারম্যান রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এস এম ইয়াসীর এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আনিছুর রহমান আনিছ।
এদিকে মনোনয়ন পেয়ে দলের চেয়ারম্যান ও মহাসচিবসহ রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুর জাতীয় পার্টির দুর্গ। আগের যে কোনো সময়ের চেয়ে জাতীয় পার্টি এখন অনেক বেশি সুসংগঠিত। সাধারণ মানুষ জাতীয় পার্টিকে ভালোবাসে। তিনি আশা করেন, যদি ভোটের পরিবেশ নষ্ট না করা হয়, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে ভোট সম্পন্ন হয়, তাহলে বিজয় আমাদের শতভাগ নিশ্চিত।
আগামী ২৭ ডিসেম্বর তৃতীয়বারের মতো হতে যাচ্ছে রংপুর সিটি করপোরেশন নির্বাচন। ২৯ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়া শেষ দিন। বর্তমানে এই সিটির জনসংখ্যা প্রায় ১০ লাখ। আর ভোটার চার লাখের বেশি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়