সংসদে অনির্ধারিত আলোচনা : বাড়াবাড়ি করলে ছাড় দেয়া হবে না : কাদের

আগের সংবাদ

একগুচ্ছ শর্ত আইএমএফের : ভর্তুকি কমানোয় জোর, ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা, অর্থনৈতিক খাতে সুশাসন প্রতিষ্ঠা

পরের সংবাদ

হালদায় ইঞ্জিনচালিত ৪ নৌকা জব্দ

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় চট্টগ্রামের হালদা নদীতে অভিযান পরিচালনা করে চারটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।
গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত হালদা নদীর হাটহাজারী অংশের উত্তর মাদার্শা ও রাউজান উপজেলার খলিফাগোনা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম জানান, দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হলো হালদা নদী। এ নদীতে অভিযান চালিয়ে বালুবাহী ইঞ্জিনচালিত চারটি নৌকা জব্দ করা হয়েছে। ওইসব নৌকা থেকে ইঞ্জিন খুলে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়েছে। ইঞ্জিনবিহীন নৌকাগুলো সংশ্লিষ্ট মালিকদের কাছে দেয়া হয়েছে।
একই সঙ্গে ভবিষ্যতে ইঞ্জিন ব্যবহার না করার শর্তে মুচলেকা নিয়ে ওই মালিকদের ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহেদুল আলম শাহেদ, দফাদার মো. মুসা ও গ্রাম পুলিশ আদিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়